চীনে ‘শেখ রাসেল দিবস’ উদযাপন

চীনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী ‘শেখ রাসেল দিবস’ উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) চীনের গুয়াংজুতে আলোচনা সভা, কেক কাটা, কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চীন শাখার সভাপতি মো. জনি বেপারী।

Travelion – Mobile

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

এসময় আরও উপস্থিত ছিলেন চীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল মোমিন চৌধুরী, সহ-সভাপতি মো. শামীম শেখ, মো. জয় হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদ, সাংগঠনিক সম্পাদক পলাশ মাহমুদ এবং মাসুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা, শহিদ শেখ রাসেলের কথা স্মরণ করে বলেন, প্রাণবন্ত শেখ রাসেল ছিলেন সম্ভাবনাপূর্ণ দুরন্ত এক শিশু। ৭৫-এর ঘাতকরা তাকেও রেহাই দেয়নি। ৭৫-এর ১৫ই আগস্ট মানব জাতির ইতিহাসের ঘৃণ্যতম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন শিশু রাসেলও’।

‘আজ তিনি বেঁচে থাকলে, আমরা হয়তো একজন দেশপ্রেমিক, আদর্শ ও দূরদর্শী নেতা পেতাম’, তিনি যোগ করেন।

অনুষ্ঠানে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

পরে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটার মধ্যদিয়ে দিনের কর্মসূচি শেষ করা হয়।

আরও খবর :
শেখ রাসেলের জন্মদিনে ইথিওপিয়ান স্কুল শিক্ষার্থীদের চিত্রাঙ্কন
মিশরে শেখ রাসেল দিবসে উদযাপন
কুয়েতে বাংলাদেশি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গ্রিসে বর্ণাঢ্য আয়োজনে ‘শেখ রাসেল দিবস’ উদযাপন
মালদ্বীপে শেখ রাসেল দিবস উদযাপন

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!