মিশরে শেখ রাসেল দিবসে উদযাপন

মিশরে প্রবাসী বাংলাদেশি এবং শিশু-কিশোরদের স্বতস্ফূর্ত উপস্থিতিতে ‘নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’এ প্রতিপাদ্যকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর ৫৯তম জন্মদিন উদযাপন করেছে বাংলাদেশ দুতাবাস।

মঙ্গলবার (১৮ অক্টোব) সন্ধ্যায় রাজধানী কায়রোর দূতাবাসের হলরুমে অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম কর্মকর্তাদের নিয়ে শেখ রাসেল-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম দুতাবাস কর্মকর্তাদের নিয়ে  শেখ রাসেল-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন
বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম দুতাবাস কর্মকর্তাদের নিয়ে শেখ রাসেল-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন

মোহাম্মদ ফেরদৌসের উপস্থাপনায়, ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত শেখ রাসেলসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার ও অন্যান্য শহিদ সদস্যবৃন্দের আত্মার শান্তি এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে পবিত্র কোরআন তেলাওয়াত এবং বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়তে পারেন : মিশরে বিশ্বনবীর জন্মদিনে ‘মিষ্টির পুতুল’ ঐতিহ্যের গল্প

Travelion – Mobile

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনান যথাক্রমে শ্রম কাউন্সেলর ও দুতাবাস প্রধান মুহাম্মদ ইসমাইল হুসাইন এবং ২য় সচিব আতাউল হক।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

অনুষ্ঠানে শেখ রাসেলের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর বাংলাদেশ কমিউনিটির সদস্য ও দূতাবাসের সদস্যরা শেখ রাসেলের স্মৃতিচারণ করে দেশ ও জাতির উপর তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন।

শেখ রাসেল দিবসে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেরাষ্ট্রদূত মনিরুল ইসলাম।
শেখ রাসেল দিবসে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেরাষ্ট্রদূত মনিরুল ইসলাম।

রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম ১৯৭৫ সালের ১৫ আগস্টে শেখ রাসেলসহ জাতির পিতা ও তাঁর পরিবারের অন্যান্য শহিদ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন,’শেখ রাসেল-এর জীবন আমাদের জন্য, বিশেষত শিশু-কিশোরদের জন্য আদর্শ ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

শেখ রাসেল দিবস উপলক্ষে শিশুদের নিরাপদে বেড়ে উঠা ও তাদের সুপ্ত প্রতিভা বিকাশ নিশ্চিত করতে তিনি সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

আরও পড়তে পারেন : মিশরে অন-অ্যারাইভাল ভিসা পাবেন বাংলাদেশিরা

শেখ রাসেলের জন্ম, শৈশব, শিক্ষা জীবন, পরিবার, পছন্দ, তাঁর উপর রচিত গ্রন্থ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো মুহূর্তসহ বিভিন্ন বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়।

কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার এবং সনদ প্রদান করেন রাষ্ট্রদূত মনিরুল ইসলাম।

আরও খবর :
কুয়েতে বাংলাদেশি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মালদ্বীপে শেখ রাসেল দিবস উদযাপন

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!