মালদ্বীপে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও বিশেষ দোয়া

মালদ্বীপে যথাযথ ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন। এ উপলক্ষে আলোচনা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

আজ রবিবার (৯ অক্টোবর) হাইকমিশনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

অন্যদের মধ্যে হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ, দ্বিতীয় সচিব মিজানুর রহমান ভূইয়াসহ হাইকমিশনের সদস্যরা এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সংগঠকরা উপস্থিত ছিলেন।

Travelion – Mobile

আকাশযাত্রার ফেসবুক পেইজে যোগ দিতে চাইলে এখানে ক্লিক করার অনুরোধ

অনুষ্ঠানে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য বয়ান করে বিশেষ আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম।

সবশেষে দেশ,জাতি মুসলিম উম্মাহ্সহ সমগ্র মানবজাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

মালদ্বীপের আরও খবর :
মালদ্বীপে বাণিজ্য মেলায় প্রবাসী বাংলাদেশির প্রতিষ্ঠান
মালদ্বীপে প্রবাসী সাংবাদিক ইউনিটির নতুন কমিটির অভিষেক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!