সিভিল এভিয়েশন আবাসিকের মিলনমেলা ‘স্মৃতিময় আমবাগান’, রেজিস্ট্রেশন শুরু

রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর লাগোয়া ‘সিভিল এভিয়েশন আবাসিক এলাকা’-এর প্রতিষ্ঠার প্রায় ৪৪ বছর অতিক্রম হতে চলেছে। এখন এলাকায় অবস্থানকারীদের মূল পরিচয় হচ্ছে সিভিল এভিয়েশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের উত্তরাধিকারী।

সিভিল এভিয়েশন আবাসিক এলাকার যাত্রা ১৯৭৭ সালের ২৬ সেপ্টেম্বর-এই দীর্ঘ পথ পরিক্রমায় অনেককে হারিয়েছে কালের নিয়মে। অনেকে জীবন সংগ্রামের অবতীর্ণ হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে কিংবা সারা বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে আছে।

স্বনামধন্য এই আবাসিক এলাকায় ১৯৭৭ থেকে ২০০০ পর্যন্ত অবস্থানকারী কর্মকর্তা-কর্মচারী ও তাদের ছেলেমেয়েদের নিয়ে মিলনমেলার উদ্যোগ নেওয়া হয়েছে। ।

Travelion – Mobile

আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠেয় ‘স্মৃতিময় আমবাগান’ শীর্ষক মিলনমেলার লক্ষ্য, অতীত ইতিহাসকে তুলে ধরে নিজেদের বন্ধনকে আরো বেশী শক্তিশালী করার সংকল্প রয়েছে।

আয়োজকরা জানান, দিনব্যাপী অনুষ্ঠানমালায় আনন্দর্যালী, সব বয়সী অংশগ্রহণকারীদের জন্য নানা রকমের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্যূভেনীর, আকর্ষণীয় র্যাফেল ড্র থাকবে।

‘স্মৃতিময় আমবাগান’-এর পক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। রেজিস্ট্রেশন চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত।

রেজিস্ট্রেশনের জন্য নিচের ফোন নম্বরগুলোতে যোগোযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

(+৮৮) ০১৬০০৩৬৪৯৬৬
(+৮৮) ০১৬০০৩৬৪৯৬৭
(+৮৮) ০১৬০০৩৬৪৯৬৮
(+৮৮) ০১৬০০৩৬৪৯৬৯

আকাশযাত্রার ফেসবুক পেইজে যোগ দিতে চাইলে এখানে ক্লিক করার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!