ওমানে দশ মাসে ২৪৮ জন প্রবাসী পেয়েছেন নাগরিকত্ব

ওমানে সুলতান হাইথাম বিন তারিক রবিবার আরও ২২ জন প্রবাসীকে দেশটির নাগরিকত্ব প্রদান করছেন। আর এ নিয়ে গত ১০ মাসে ওমানে বসবাসরত মোট ২৪৮ জন প্রবাসী নাগরিকত্ব পেয়েছেন।

চলতি বছরের শুরুতে ফেব্রুয়ারিতে, সুলতান দেশে বসবাসকারী ১৫৭ জন প্রবাসীকে নাগরিকত্ব প্রদান করেন। মার্চ মাসে আরও ৩৯ জন প্রবাসী ওমানি পাসপোর্ট পেয়েছিলেন। জুন মাসে, ৩০ জন প্রবাসী ওমানি নাগরিকত্ব পেয়েছিলেন।

নাগরিকত্ব পাওয়ার জন্য, প্রবাসীদের অবশ্যই ওমানে২০ বছরেরও বেশি সময় ধরে দেশে বসবাস করাসহ নাগরিকত্ব আইনের প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে হবে ।

Travelion – Mobile

ওমানের আরও খবর
ওমানে বুস্টার ডোজ এবং শিশুদের টিকা অনুমোদন
ওমানের পরিবেশ-প্রকৃতিতে মুগ্ধ সিএনএন উপস্থাপিকা
ডিসেম্বরে মাস্কাটে শ্রীলঙ্কান ইয়োহানির লাইভ পারফর্ম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!