লেবাননে প্রবাসীদের নিয়ে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট শুরু

লেবাননে প্রবাসী বাংলাদেশিদের ১৬টি দল নিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট-২০২১।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস এই টুর্নামেন্টের আয়োজন করে।

শনিবার (৩০অক্টোবর) রাজধানী বৈরুতের আল আহাদ স্টেডিয়ামে পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান। এসময় দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন, তৃতীয় সচিব আব্দুল্লাহ আল সাফি এবং বাংলাদেশি কমিউনিটি সংগঠকরা উপস্থিত ছিলেন।

বৈরুতের আল আহাদ স্টেডিয়ামে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান
বৈরুতের আল আহাদ স্টেডিয়ামে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান

প্রথম দিনে ৪টি খেলা অনুষ্ঠিত হয়।উদ্বোধনী খেলায় আদবাইয়া ফুটবল একাদশ বনাম ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মোকাল্লেস ক্লাবের খেলা ১-১ গোলে ড্র হলে খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে আদবাইয়া ফুটবল একাদশ জয়লাভ করে।

Travelion – Mobile

উদ্বোধনী দিনে মাঠে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। লেবাননে সংকটময় মূহুর্তে বৈরুত দূতাবাসের এমন উদ্যোগে খুশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তারাবাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান।

আগামী রবিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!