ওমানের নতুন সুলতান সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাত

ওমানের নতুন সুলতান হাইথাম বিন তারেক আল সাঈদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সরোয়ার।

দায়িত্ব গ্রহনের পর রবিবার (১২ জানুয়ারি) সকালে মাস্কাটের আলম প্যালেসে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে কুশল বিনিময় করেন নতুন সুলতান।

এ সময বাংলাদেশের রাষ্ট্রদূতও সেখানে উপস্থিত থেকে নিজের পরিচয় পেশ করে প্রয়াত সুলতান কাবুস বিন সাঈদের প্রয়াণে বাংলাদেশ এবং প্রবাসি বাংলাদেশিদের পক্ষে থেকে গভীর শোক জানান।

Travelion – Mobile

একই সাথে নতুন সুলতানকে দায়িত্ব গ্রহনে বাংলাদেশ এবং প্রবাসি বাংলাদেশিদের পক্ষে অভিবাদন জানান বাংলাদেশের রাষ্ট্রদূত।

গত শুক্রবার ওমানের জনপ্রিয় শাসক মুসলিম বিশ্বের অন্যতম নেতা সুলতান কাবুস বিন সাঈদ ইন্তেকাল করেন। তাঁর লিখে যাওয়া গোপন খামে চাচাতো ভাই এবং দেশটির ঐতিহ্য ও সংস্কৃতি মন্ত্রী হাইথাম বিন তারেক আল সাঈদ নতুন সুলতানের দায়িত্ব গ্রহন করেন।

আগের খবর
ওমানের সুলতানের মৃত্যুতে সোমবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক
আরব বিশ্বের দীর্ঘতম ও জনপ্রিয় শাসক ওমানের সুলতান কাবুস আর নেই
ওমানের নতুন সুলতান হাইথাম বিন তারেক আল সাইদ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!