আটলান্টিক সিটির টিন সেন্টারে কোরআন শরীফ বিতরণ

যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটি হাইস্কুলের ‘টিন সেন্টার’ এ পবিত্র কোরআন শরীফ শরীফসহ বিভিন্ন ধরনের ইসলামিক গ্রন্থ উপহার দিয়েছে মসজিদ আল হেরা কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বাংলাদেশি আমেরিকানদের পরিচালিত মসজিদ আল হেরার খতিব ও মুহাদ্দিস আজিম উদ্দীন টিন সেন্টারের শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

Travelion – Mobile

এ সময় উপস্থিত ছিলেন টিন সেন্টারের পরিচালক ড. এনড্রিয়া ডেভিস মসজিদ আল হেরার প্রকল্প পরিচালক মো. ওবায়দুল্লাহ চৌধুরী এবং আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন সদস্য সুব্রত চৌধুরী।

ড, এনড্রিয়া ডেভিস ‘টিন সেন্টার’ স্থাপনের উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ আল হেরা নেতাদের কাছে তুলে ধরেন এবং সেন্টারটি ঘুরে দেখান।

আরও পড়তে পারেন : কুয়েতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের আবু রাহাত

তিনি কোরআন শরীফসহ ইসলামিক গ্রন্থ উপহারস্বরূপ প্রদানের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

‘টিন সেন্টার’-এ স্কুলের ছাত্র-ছাত্রীতের বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ, কলেজে ভর্তি সংক্রান্ত পরামর্শ, পেশাগত প্রশিক্ষণ, বিভিন্ন ইভেণ্ট আয়োজনসহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে।

আরও পড়তে পারেন : নিউইয়র্কে আরেকটি ‘লিটল বাংলাদেশ’

এছাড়া মুসলিম ধর্মাবলম্বী ছাত্র-ছাত্রীদের জন্য নামাজ পড়ার ব্যবস্থাসহ অন্যান্য ধর্মাবলম্বীদের জন্যও প্রার্থনার ব্যবস্থা রাখা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!