হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বিন মোহাম্মদ শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। একটি বিশেষায়িত হৃদ্‌রোগ হাসপাতালে তিনি চার দিন চিকিৎসাধীন ছিলেন।

৯৮ বছর বয়সী মালয়েশিয়ার সাবেক নেতা মাহাথির ২ মেয়াদে মোট ২৪ বছর দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

নাম না প্রকাশের শর্তে মাহাথিরের এক ঘনিষ্ঠ সহযোগী এবং একটি সূত্র জানান, ‘পর্যবেক্ষণ’-এ রাখার জন্য মঙ্গলবার মাহাথিরকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

Travelion – Mobile

শুক্রবার সূত্রটি নিশ্চিত করেন, মাহাথির হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে বিস্তারিত কিছু জানায়নি।

মাহাথির ঘনিষ্ঠ আরেকটি সূত্র বৃহস্পতিবার বলেন, সাবেক এই নেতা সংক্রমণে ভুগছিলেন।

সাম্প্রতিক কয়েক বছরে মাহাথির বেশ কয়েকবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুইবার তাঁর হার্ট অ্যাটাক হয় এবং দুইবার তাঁর বাইপাস সার্জারি হয়।

২০২১ সালের ডিসেম্বরে ও ২০২২ সালের জানুয়ারিতে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মাহাথির ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ৯২ বছর বয়সে ২০১৮ সালে তিনি আবার দেশটির প্রধানমন্ত্রী হন। এই দফায় অন্তর্দ্বন্দ্বের কারণে দুই বছরের কম সময়ের মধ্যে তাঁর সরকারের পতন ঘটে।

২০২২ সালের সাধারণ নির্বাচনে হেরে গেলেও মাহাথির মালয় জাতিগোষ্ঠীর রাজনৈতিক দলগুলোর সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিসের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে হটানোর চেষ্টা চালাচ্ছেন।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!