সৌদি নাগরিকদের লেবানন ত্যাগের নির্দেশ

লেবানন থেকে সৌদি নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সশস্ত্র সংঘাত চলছে, এমন এলাকাগুলো তাঁদের এড়িয়ে চলতে বলা হয়েছে।

গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লেবাননে সৌদি দূতাবাস এক বিবৃতিতে এ নির্দেশনা জানায়।

এর আগে ১ আগস্ট যুক্তরাজ্যও নিজেদের নাগরিকদের জন্য লেবাননে ভ্রমণসংক্রান্ত নির্দেশনা জারি করেছিল। ওই নির্দেশনায় লেবাননের দক্ষিণে ফিলিস্তিনিদের আইন আল-হিলওয়েহ শরণার্থী শিবিরের কাছে জরুরি কারণ ছাড়া ভ্রমণ না করার আহ্বান জানানো হয়।

Travelion – Mobile

গত জুলাইয়ে আইন আল-হিলওয়েহ শরণার্থী শিবিরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ মুভমেন্ট ও প্রতিদ্বন্দ্বী ইসলামি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।

লেবাননে ফিলিস্তিনি শরণার্থীর জন্য ১২টি শিবির রয়েছে। এর মধ্যে আইন আল-হিলওয়েহ সবচেয়ে বড়। সেখানে প্রায় ৮০ হাজার ফিলিস্তিনি বসবাস করেন। লেবাননে প্রায় ২ লাখ ৫০ হাজার ফিলিস্তিনি শরণার্থী রয়েছেন।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!