যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনায় বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার নিহত

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনায় বাংলাদেশি আমেরিকান মেরিন ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান (২৪) নিহত হয়েছেন।

বুধবার (২ আগস্ট) ক্যালিফোর্নিয়ায় একটি মেরিন ঘাটিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। ।

শুক্রবার (আগস্ট) নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে মেহেদী হাসানের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় বিপুল সংখ্যক প্রবাসীসহ বাংলাদেশি-আমেরিকান উপস্থিত ছিলেন।

Travelion – Mobile

জানাযা শেষে ইউএস নেভির একটি সুসজ্জিত দল গার্ড অব অনার জানায় মেহেদী হাসানকে।

নিহত মেরিন ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসানের গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুংগীপাড়ায়। তাঁর বাবার নাম শেখ জামান।

মাত্র ৩ বছর বয়সে মেহেদী হাসান বাবা মা’র সাথে ইমিগ্রান্ট হয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছিলেন বলে জানা যায়।

মেহেদী হাসানে নিউইয়র্কের জ্যামাইকায় পরিবারসহ বাস করতেন।

মেহেদী হাসানের অকাল মৃত্যুতে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!