সৌদি নারীর তৎপরতায় ফাঁস হয় পেগাসাস কাণ্ড

ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও কম্পানি তৈরি করেছে ফোনে আড়িপাতার সফটওয়্যার পেগাসাস। আর সেই সফটওয়্যারটির মাধ্যমে বিশ্বব্যাপী নজরদারির বিষয়টি প্রকাশ্যে আসার পেছনে রয়েছে সৌদি মানবাধিকারকর্মী লুজাইন আল-হাথলুলের ভূমিকা।

জাতীয় নিরাপত্তা হুমকিতে ফেলার অভিযোগে কারাবাসে থাকা হাথলুল ২০২১ সালে মুক্তি পান। এর পরপরই তিনি গুগল থেকে সতর্কতামূলক ইমেইল পান।

এতে বলা হয়, রাষ্ট্রীয় সমর্থনপ্রাপ্ত হ্যাকাররা তাঁর জিমেইল অ্যাকাউন্টে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে। ইমেইল পেয়ে আতঙ্কিত হাথলুল ব্যক্তিগত গোপনীয়তার অধিকার নিয়ে কাজ করা কানাডীয় গোষ্ঠী সিটিজেন ল্যাবকে অনুরোধ জানান, তারা যেন হাথলুলের আইফোনের সুরক্ষা খতিয়ে দেখে।

Travelion – Mobile

সিটিজেন ল্যাবের অনুসন্ধানে দেখা যায়, হাথলুলের আইফোনে স্পাইওয়্যারের মাধ্যমে আড়িপাতা হয়েছিল। কারিগরী ত্রুটি থাকায় সফটওয়্যারটি ডিলিট না হয়ে ওই আইফোনে একটি চিহ্ন রেখে যায়।

সেই চিহ্নের সূত্রেই উঠে আসে এনএসওর সফটওয়্যারের বিশ্বব্যাপী ব্যবহারের আলোড়ন তোলা গোপন তথ্য।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!