মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৯২ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়া পুলিশ দেশটির সেলাঙ্গর এলাকা থেকে অবৈধ অভিবাসনের দায়ে বাংলাদেশিসহ ৩৯২ অভিবাসীকে গ্রেফতার করেছে । গ্রেফতারদের মধ্যে বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল এবং পাকিস্তানের অবৈধ অভিবাসী রয়েছে। তবে কতজন বাংলাদেশি গ্রেফতার হয়েছেন তা এখনও জানা যায়নি।

শুক্রবার ভোরে কুয়ালালামপুরের পার্শ্ববর্তী সেলাঙ্গরের সবচেয়ে বড় কাঁচাবাজারে (সবজি) এই অভিযান চালানো হয়। চার ঘণ্টার বিশেষ অভিযান অংশ নেয় মালয়েশিয়া পুলিশ বাহিনীর প্রায় দেড় শো সদস্য।

পুলিশ কর্মকর্তারা জানান, অভিযানে মোট ৫০০ জন অভিবাসীর কাগজপত্র চেক করা হয়েছিল এবং সেখান থেকে ১০ জন নারীসহ ৩৯২ জনকে গ্রেফতার করা হয়েছে।

Travelion – Mobile

দেশটির অভিবাসন বিভাগের কর্মকর্তার বলছেন, দেশের আইনশৃঙ্খলা বজায় রাখতে তারা অবৈধ বিদেশি কর্মী গ্রেফতারের অভিযান চালিয়ে যাচ্ছেন এবং এই অভিযান আরো জোরদার করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!