ব্র্যান্ডনিউ উড়োজাহাজে বহর বাড়াচ্ছে ইউএস-বাংলা, যুক্ত হচ্ছে আরো দু’টি

ঢাকা: নতুন বছরের শুরুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে আরও দু’টি নতুন (ব্র্যান্ডনিউ) এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ । জানুয়ারির তৃতীয় সপ্তাহে এটিআর ৭২-৬০০ দুটি যুক্ত হবার পর ইউএস-বাংলার বহরে উড়োজাহাজের সংখ্যা ১৩টি দাঁড়াবে।

মঙ্গলবার সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের সর্ববৃহৎ বেসরকারী বিমানসংস্থা এবং অভ্যন্তরীণ রুটে নেতৃত্বদানকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে চারটি বোয়িং ৭৩৭-৮০০, চারটি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০সহ মোট এগারোটি উড়োজাহাজ রয়েছে।

দ্বাদশ এয়ারক্রাফট (এটিআর ৭২-৬০০ এমএসএন ১৫৮৯) ও ত্রয়োদশ এয়ারক্রাফট (এটিআর ৭২-৬০০ এমএসএন ১৫৯০) উড়োজাহাজ দুটি আসছে ফ্রান্সের এটিআর-এর কারখানা থেকে। প্রতিটিতে ৭২ আসন রয়েছে। ফরাসি-ইতালীয় উড়োজাহাজ প্রস্তুতকারক এটিআর কোম্পানির দুই ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রোপ উড়োজাহাজ এটিআর ৭২ বর্তমান বিশ্বে আঞ্চলিক আকাশযান হিসেবে বেশ সুনাম অর্জন করেছে।

Travelion – Mobile

ইউএস-বাংলা এয়ারলাইন্স একমাত্র দেশীয় বিমানসংস্থা, যারা অভ্যন্তরীণ রুটে ব্র্যান্ডনিউ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে বহরে থাকা চারটি এটিআর ৭২-৬০০ উড়োজাহাজই একেবারে নতুন। জানুয়ারিতে বাকি দুটি আসার পর সংস্থাটির বহরে ব্র্যান্ডনিউ উড়োজাহাজ হবে ৬ টি।

আগামীতে আন্তর্জাতিক রুটেও ব্র্যান্ডনিউ উড়োজাহাজ বহরে যুক্ত করার পরিকল্পনা করার কথা জানিয়ে বিমানসংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ”বর্তমান বিশ্বে যাত্রীদের সঠিক সেবা প্রদান করার জন্য ব্র্যান্ডনিউ এয়ারক্রাফটের কোনো বিকল্প নেই। ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রীদের আরামদায়ক সেবাকে নিশ্চিত করার লক্ষ্যেই প্রতিনিয়ত নতুন নতুন উড়োজাহাজ বহরে যুক্ত করে চলেছে। এ ধারা অব্যাহত থাকবে এবং নিকট ভবিষ্যতে আন্তর্জাতিক রুটেও ব্র্যান্ডনিউ উড়োজাহাজ বহরে যুক্ত করব ইনশাল্লাহ।”

আকাশে ইউএস-বাংলার ৭৩৭-৮০০ উড়োজাহাজ
আকাশে ইউএস-বাংলার ৭৩৭-৮০০ উড়োজাহাজ

নতুন দু’টি এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ বহরে যুক্ত হতে যাওয়ায় বর্তমানে পরিচালিত বিভিন্ন অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করারও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ইউএস বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম ।

২০১৪ সালের ১৭ জুলাই দু’টি ড্যাশ ৮-কিউ ৪০০ উড়োজাহাজ নিয়ে যশোর অভ্যন্তরীণ রুট দিয়ে যাত্রা শুরু ইউএস-বাংলা এয়ারলাইন্সের। বর্তমানে অভ্যন্তরীণ রুটে সবচেয়ে বেশী সংখ্যক যাত্রী পরিবহন করে শীর্সে রয়েছে ইউএস-বাংলা। প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ১০টি, কক্সবাজারে ৬টি, সৈয়দপুরে ৫টি, যশোরে ৫টি, রাজশাহীতে ২টি, সিলেটে ২টি এবং বরিশালে ১টি ফ্লাইট নিয়মিত চলাচল করছে।

অন্যদিকে বর্তমানে ইউএস-বাংলা আন্তর্জাতিক রুট সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কাট, দোহা চেন্নাই ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।

স্বাধীনতার পর ইউএস-বাংলা এয়ারলাইন্স-ই একমাত্র দেশীয় বিমানসংস্থা যারা, চীনের কোনো গন্তব্যে বা ভারতের চেন্নাই-এ সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। আগামীতে জেদ্দা, দাম্মাম, রিয়াদ, হংকং, দিল্লী, কলম্বো, মালেসহ বিভিন্ন রুটে ফ্লাইট চালানোর পরিকল্পনা করছে বিমানসংস্থাটি।

আগের খবর:
ঢাকা থেকে কক্সবাজারে প্রতিদিন ৬টি ফ্লাইট ইউএস-বাংলার
অভ্যন্তরীণ ৩টি রুটে ইউএস-বাংলার বাড়তি ফ্লাইট
কুয়ালালামপুর রুটে ইউএস-বাংলার অতিরিক্ত ফ্লাইট, প্রবাসীদের আশার আলো
ঢাকা-যশোর রুটে দিনে পাঁচটি ফ্লাইট ইউএস-বাংলার
অভ্যন্তরীণ রুটে শীর্ষস্থান দখলে রাখতে চায় ইউএস-বাংলা

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!