বিমানের টয়লেটের বিন থেকে ৩ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৮ ফ্লাইটের টয়লেটের টিস্যু ফেলার বিন থেকে ২০০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।

জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বিমানের একজন টেকনিশিয়ান ও একজন ক্লিনারকে ।

সোমবার (৮ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই স্বর্ণ উদ্ধার করা হয়। মোট ২৩ কেজি ৪০০ গ্রাম স্বর্ণের বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।

Travelion – Mobile

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা জানান, সকাল ৮টা ৫ মিনিটে আবুধাবি থেকে ফ্লাইটটি শাহ আমানতে অবতরণের পর তারা তল্লাশি চালায়। এ সময় ফ্লাইটের টয়লেটের ব্যবহৃত টিস্যু ফেলার বিনে স্বর্ণের ২০০টি বার পাওয়া যায়।

বারগুলো কালো স্কচ টেপ দিয়ে মোড়ানো প্যাকেটের ভেতর স্ক্রু দিয়ে লাগানো ছিল।

ফ্লাইটটি বিকেল ৫টায় আবার আবুধাবির উদ্দেশে শাহ আমানত থেকে ছেড়ে যাওয়ার কথা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তাদের ধারণা, চোরাচালানী চক্র বিরতির মধ্যে সুযোগমত বিমান থেকে স্বর্ণের বারগুলো বের করে আনতো।

এ জন্য জিজ্ঞাসাবাদের জন্য বিমানের টেকনিশিয়ান ও ক্লিনারকে আটক করা হয়েছে । কারণ এর আগে স্বর্ণ পাচারের সময় গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মিদের হাতেনাতে আটক করা অনেক ঘটনা আছে।

এছাড়া আগাম টের পেয়ে কেউ স্বর্ণগুলো টয়লেটে ফেলে গেছে কিনা তাও খতিয়ে দেখছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!