পোষ্য কুকুরও আক্রান্ত করোনাভাইরাসে!

পোষ্য কুকুরও এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশ্বজুড়ে করোনা-আতঙ্ক শুরু হওয়ার পর থেকে এটি সম্ভবত প্রথম মানুষের শরীর থেকে প্রাণির দেহে ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটল।

হংকংয়ের বাসিন্দার ওই কুকুর করোনাভাইরাস আক্রান্ত বলে ঘোষণা করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও কুকুরটির দেহে সংক্রমণ হয়েছে খুবই কম মাত্রার।

সংক্রমিত কুকুর অথবা বিড়ালের মাধ্যমে মানুষের শরীরে ভাইরাসের বিস্তারের কোনও প্রমাণ নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Travelion – Mobile

একাধিকবার পরীক্ষার পর পোমারানিয়ান প্রজাতির এই পোষ্য কুকুরটির শরীরে গত শুক্রবার প্রথমবারের মতো করোনাভাইরাসের হালকা উপস্থিতি পাওয়া যায়। নাক এবং মুখের মাধ্যমে এই ভাইরাসটি ওই কুকুরের শরীরে বিস্তার ঘটায়। আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য এই পোষ্য কুকুরটিকে হংকংয়ের কৃষি, মৎস্য এবং সংরক্ষণ বিভাগে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কুকুরটির মালিক হলেন ইয়ভোন চাউ হা ইয়ে নামের এক ব্যবসায়ী মহিলা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে যে, কুকুরটির মালিক ৬০ বছর বয়সী।

ইউনিভার্সিটি অব হংকং, সিটি ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমেল হেলথের বিশেষজ্ঞরা কুকুরের করোনায় আক্রান্ত হওয়ার এই ঘটনা নিয়ে পরামর্শ করেছেন। এই বিশেষজ্ঞদের প্রত্যেকেই ঐক্যমতে পৌঁছেছেন যে, কুকুরের করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকির মাত্রা খুবই কম।

তবে হংকংয়ের একজন মুখপাত্র বলেছেন, পোষ্য প্রাণী করোনা সংক্রমিত হতে পারে এমন কোনও পরিষ্কার প্রমাণ ছিল না। একেবারে সর্বোচ্চ পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্যে পোষ্য প্রাণীকে রাখা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

সিটি ইউনিভার্সিটির প্রাণী স্বাস্থ্য বিশেষজ্ঞ বানেসা বারস বলেন, এই পরীক্ষার ফলে উঠে এসেছে যে, কুকুরের সংক্রমিত হওয়ার হালকা ঝুঁকি আছে। ২০০৩ সালে সার্সের মহামারির সময় বেশ কিছু পোষ্য কুকুরের মাঝে এই ভাইরাসের বিস্তার ঘটে।

তিনি বলেন, পূর্বের অভিজ্ঞতায় দেখা যায়, ভাইরাসে সংক্রমিত কুকুর কিংবা বিড়াল অসুস্থ হয় না। এমনকি মানুষের শরীরেও ভাইরাসের বিস্তার ঘটায় না। সার্সের মহামারির সময় খুব স্বল্পসংখ্যক কুকুরের শরীরে এই ভাইরাস পাওয়া গেলেও সুস্থ ছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে, সংক্রমিত কুকুর অথবা বিড়ালের মাধ্যমে মানুষের শরীরে ভাইরাসের বিস্তারের কোনও প্রমাণ নেই।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!