নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবার্ষিকী উদযাপন করেছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্র শাখা।

শুক্র ও শনিবার নিউইয়র্কে লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলের বলরুমে অনুষ্ঠিত এ উদযাপনে অংশ নেন যুক্তরাষ্ট্রে বসবাসরত দুই শতাধিক অ্যালামনাই।

প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. আখতারুজ্জামান।

Travelion – Mobile

অতিথি ছিলেন অ্যালামনাইয়ের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল আলম পারভেজ চৌধুরী, সাধারণ সম্পাদক মোল্লা কাওসার, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম এ মোহিত ও নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মো. মনিরুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. আখতারুজ্জামান।
প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. আখতারুজ্জামান।

সমাবেশে মূল বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স ইউনিভার্সিটির এমেরিটাস অধ্যাপক ও সাবেক ভাইস চ্যান্সেলর মোস্তফা সারওয়ার।

আরও বক্তব্য দেন বক্তব্য দেন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের বাংলাদেশি-আমেরিকান অ্যাটর্নি ও ডেমক্র্যাটিক পার্টির লিডার মঈন চৌধুরী, অ্যাটর্নি অশোক কর্মকার, আয়োজনের প্রধান সমন্বয়ক মোল্লা মনিরুজ্জামান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি সাঈদা আকতার লিলি।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, সঙ্গীত শিল্পী শশি ও চন্দন চৌধুরী
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, সঙ্গীত শিল্পী শশি ও চন্দন চৌধুরী

উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য-সচিব গাজী সামসউদ্দিন, কো-কনভেনর মো. তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, এম এস আলম ও বিশ্বজিৎ চৌধুরী।

ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আকতারুজ্জামান তার বক্তব্যেবলেন, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে দেশে এবং প্রবাসের মাটিতে হাজারো আলোকিত মানুষ এই শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব আরো উজ্জ্বল করেছেন।

এভিয়েশনের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় ছিলেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, সঙ্গীত শিল্পী শশি ও চন্দন চৌধুরী। বিভিন্ন সংগঠনের নৃত্য পরিবেনা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীরা আবৃত্তিসহ সাংস্কৃতিক পর্বে অংশ নেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত ২৪০জন শিক্ষক সহ যুক্তরাষ্ট্রে বসবাসরত অ্যালামনাইর সংখ্যা প্রায় ১৪ হাজার।

আরও পড়তে পারেন :
নিউইয়র্কে হবিগঞ্জ বৃন্দাবন কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ফ্যামিলি নাইট
নিউইয়র্কে মানিকগঞ্জবাসীর পিঠা উৎসব
নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশি করিম চৌধুরী
বাংলাদেশে বাউলদের উপর হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ
নিউইয়র্ক মাতলো লালন উৎসবে
নিউইয়র্কের দেয়ালে ‘রূপসী বাংলাদেশ’
নিউইয়র্কে মুগ্ধতা ছড়ালো নীলা জেরীনের ‘অষ্ট নায়িকা’
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘হেলথ ফেয়ার’
নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির হালাল চিকেন বিতরণ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!