নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির হালাল চিকেন বিতরণ

যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাাদেশিদের মানবিক সংগঠন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে হালাল চিকেন বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) নিউইয়র্কের আল-আমিন মসজিদ প্রাঙ্গণে থ্যাকংস গিভিং ডে উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

যুক্তরাষ্ট্র প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

Travelion – Mobile

কাউন্সিলওমেন জুলি ওনের সৌজন্যে বিভিন্ন কমিউনিটির ৩ শতাধিক মানুষের মাঝে হালাল চিকেন বিতরণ করা হয়।

কাউন্সিলওমেন জুলি ওনের সৌজন্যে তিনশতাধিক মানুষের মাঝে হালাল চিকেন বিতরণ করা হয়।

এ সময় কাউন্সিলওমেন জুলি ওন ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুইন্স টুগেদারের সিইও জোনাথন ফারগাস, শাহাবুদ্দিন, আবু তালেব চৌধুরী চান্দু, ওয়েল ফেয়ার সোসাইটির উপদেষ্টা এমাদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, সভাপতি সোহেল আহমেদ, সহসভাপতি কয়েস আহমেদ, সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, সোশ্যাল ওয়ার্কার সম্পাদক সাব্বির আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক রুবেল আহমেদ, মাসুম পাটোয়ারী, সদস্য সামসুল ইসলাম, মোহাম্মদ গিয়াস উদ্দিন।

আগের খবর : নিউইয়র্কে মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে মানুষের প্রশংসা কুড়িয়েছ।

সামাজিক ও মানবিক এই কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যহত থাকবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!