নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘হেলথ ফেয়ার’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের জন্য হেলথ ফেয়ারের আয়োজন করা হয়। ফ্লু নিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়েই এ আয়োজন করেন বাংলাদেশি কমিউনিটির পরিচিত চিকিৎসক ডা. বর্ণালী হাসান।

রোববার (২০ নভেম্বর) জ্যাকসন হাইটসে আয়োজিত হেলথ ফেয়ারে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। হেলথ ইন্স্যুরেন্স নেই এমন অনেকেই বিনা খরচে ফ্লু ভ্যাকসিন গ্রহণ করেন।

অনুষ্ঠানে ডা. বর্ণালী হাসান বলেন, ফ্লু অনেক সময় স্বাস্থ্য ও শরীরের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। ভ্যাকসিন নিয়ে মানুষ এ রোগের প্রতিরোধ গড়ে তুলতে পারে।

Travelion – Mobile

তিনি মৌসুমি ফ্লু নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং ফ্লু ঝুঁকি থেকে সুরক্ষা পাওয়ার জন্য ফ্লু শট নেয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

ডা. বর্ণালী হাসান জানান, তাদের এফিসিয়েন্ট মেডিকেল কেয়ার পিসির জ্যাকসন হাইটস, জামাইকা ও গ্রিনপয়েন্ট এভিনিউর ৩টি শাখায় সকাল ১০টা থেকে বিকেল ৫ পর্যন্ত খোলা থাকে। যে কেউ এ সময়ের মধ্যে গিয়ে সেখানে ভ্যাকসিন নিতে পারেন।

এসব শাখায় পর্যাপ্ত করোনা ভ্যাকসিন তৃতীয় বুস্টার ডোজ রয়েছে। সম্পূর্ণ বিনা খরচে যে কেউ এসে তা গ্রহণ করতে পারেন।

আরও পড়তে পারেন :
নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির হালাল চিকেন বিতরণ
নিউইয়র্কে মানিকগঞ্জবাসীর পিঠা উৎসব
নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশি করিম চৌধুরী
বাংলাদেশে বাউলদের উপর হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের ১৫ শহরে ‘দামাল’, নিউইয়র্ক প্রিমিয়ারে বাজিমাত
নিউইয়র্ক মাতলো লালন উৎসবে
নিউইয়র্কের দেয়ালে ‘রূপসী বাংলাদেশ’
নিউইয়র্কে মুগ্ধতা ছড়ালো নীলা জেরীনের ‘অষ্ট নায়িকা’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!