বাংলাদেশে বাউলদের উপর হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

বাংলাদেশে বাউলদের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কপ্রবাসী বাংলাদেশি সংস্কৃতিপ্রেমীরা

কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বাউলদের ওপর ক্রমাগত হামলা ও নির্যাতনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে ডাইভার্সিটি প্লাজা চত্বরে সমাবেশের আয়োজন করে লালন পরিষদ ইউএসএ। গোপাল সান্যালের পরিচলনা সভাপতিত্বকরেন লালন পরিষদ ইউএসএ”র সভাপতি আব্দুল হামিদ।

Travelion – Mobile

যুক্তরাষ্ট্র প্রবাসের খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সৈযদ মোহাম্মদউল্লাহ,শহীদ বুদ্ধিজীবি সন্তান ফাইম রেজা নূর, একুশে চেতনা পরিষদের সভাপতি ড. ওবায়দুল্লা মামুন, সাবেক ছাত্র নেতা সাংবাদিক মুজাহিদ আনছারী, বাচিক শিল্পী জি এইচ আরজু,ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, যুক্তরাষ্ট্র জাসদ সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক সনজীবন সরকার, চিত্রশিল্পী জাহেদ শরিফ, বাঙালী ক্লাব ইউএসএ ‘র সভাপতি দিনেশ মজমদার,সাংস্কৃতিক কর্মী জাকিয়া ফাইম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রনোধীশ বড়ুয়া ।

বক্তারা বলেন,’সাধক পুরুষ লালন সাঁইয়ের ভক্তদের উপর হামলার ঘটনা নুতন কিছু নয়। অতীতের ধারাবাহিকতায় অতি সম্প্রতি দেশের আনাঁচে কানাঁচে প্রায়শই ঘটছে হয়রানি ও হামলা। ভাঙছে বাদ্যযন্ত্র, ভাঙছে বাউল মন’।

তারা বলেন,’মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, নাটোরের সাধুসঙ্গে হামলার মামলা হলেও, দোষীদের শাস্তির এখনো কোন নজির নেই। বাউল’রা আইনের মারপ্যাঁচ বুঝেনা, বুঝেনা রাজনৈতিক কুটচাল আর অপসংস্কৃত’।

“আমরা লালন চাই, করিম চাই, রাধারমণ চাই। মৌলবাদ চাই না। মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের পূর্বসূরিরা লড়েছেন। সে লড়াইয়ের ঝান্ডার নিচে আমরাও সমবেত হয়েছি”।

লালন পরিষদ ইউএসএ”র সভাপতি আব্দুল হামিদ বলেন,”একদিকে লালন উৎসব হবে, বিশ্ব দরবারে লালন আমাদের পণ্য বলে বিক্রি হবে, অন্যদিকে লালন চর্চায় ব্যারিকেড দেওয়া হবে- তা হতে পারে না। এই বৈপরীত্যের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে”।

‘আমরা প্রবাসী। আমরা প্রতিবাদ করতে পারি, কিন্তু অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে দেশের প্রতিটি জায়গায়, এগিয়ে আসতে সচেতন জনগেোষ্ঠীকে’, তিনি যোগ করেন।

আরও পড়তে পারেন :
নিউইয়র্ক মাতলো লালন উৎসবে
যুক্তরাষ্ট্রের ১৫ শহরে ‘দামাল’, নিউইয়র্ক প্রিমিয়ারে বাজিমাত
নিউইয়র্কের দেয়ালে ‘রূপসী বাংলাদেশ’
নিউইয়র্কে মুগ্ধতা ছড়ালো নীলা জেরীনের ‘অষ্ট নায়িকা’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!