নিউইয়র্ক সিটি কাউন্সিলে আবারো জয়ী শাহানা হানিফ

নিউইয়র্ক সিটি কাউন্সিলের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভুত কাউন্সিলওম্যান শাহনা হানিফ পুন:নির্বাচিত হয়েছেন।

নিউইয়র্কে একমাত্র বাংলাদেশি আমেরিকান শাহানা হানিফই কাউন্সিলওম্যান হয়েছেন।

তিনি ব্রুকলিন বরোর কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৩৯ থেকে ১৭,৪৬১ ভােট পেয়ে জয়ী হন । তার একমাত্র প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী আরকাউদিউজ টোমাসজেওয়াস্কি’র পেয়েছেন ২,৬২৪ ভোট।

Travelion – Mobile

৭ নভেম্বর মঙ্গলবার নির্বাচনে সিটির ৫ বরোর মধ্যে তিন বরোর ডিসট্রিক্ট অ্যাটর্নি, সিটি কাউন্সিলের ৫১টি আসন আর স্টেটের সবগুলো কাউন্টির সিভিল কোর্টের জজসহ আরো বেশ কিছু পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাধারণত ৪ বছর পরপর সিটি কাউন্সিল সদস্যদের জন্য নির্বাচন হয়। এ বছরের নির্বাচন হলো ২ বছর পর। নির্বাচনে অতীতের চেয়ে এবার সাড়া-শব্দ ছিল কম, ছিল না ভোটের উত্তাপ।

২০২১ সালে নির্বাচনের পর নিউইয়র্ক সিটি কাউন্সিল আসনে রিডিস্টিক্টিং হয়েছে। ফলে নতুনভাবে আঁকা হয়েছে প্রায় সবগুলো আসনের সীমানা ম্যাপ। তাই নতুন ডিস্ট্রিক্ট ম্যাপে মঙ্গলবার পুনরায় নির্বাচন হলো।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!