নিউইয়র্কে ভিন্নমাত্রার সংগীতসন্ধ্যায় মুগ্ধ দর্শক

পিন পতন নিরবতা। যেন ধ্যান চলছে সংগীতের মূর্ছনায় শ্রোতাদের। শিল্পীরাও আপন মনে গেয়ে চলছেন একের পর মনকাড়া গানগুলো। রবীন্দ্রসংগীত, নজরুল গীতি কিংবা গজল কোনটা নেই।

হল ভর্তি মানুষ অনেকদিন পর অন্যরকম সন্ধ্যা পার করলেন।। লাইভের নামে ক্যামেরার বিরক্তি অনুপস্থিত। নেই বক্তৃতাবাজি আর ফটো সেশনের অসুস্থ প্রতিযোগিতাও ।

২৮ অক্টোবর এস্টোরিয়ার টনি বেনেট কনসার্ট হলে এমনই ভিন্নমাত্রার ‘সংগীত সন্ধ্যা’ হয়ে গেলো, মধ্যমনি ছিলেন ভারত থেকে আগত ২ গুণী শিল্পী পিউ মুখোপাধ্যায় ও শৌনক চট্রোপাধ্যায়।

Travelion – Mobile

অনুষ্ঠানের আয়োজন করে সেবামূলক সংগঠন অপটিমিস্ট ও শৈলি ইনক। সহযোগিতা করে ডায়াসপোরা ইউএসএ।

হল ভর্তি দর্শক-শ্রোতা মানুষ অনেকদিন পর অন্যরকম সন্ধ্যা পার করলেন।
হল ভর্তি দর্শক-শ্রোতা মানুষ অনেকদিন পর অন্যরকম সন্ধ্যা পার করলেন।

ব্যতিক্রমী এই আয়োজনে নেপথ্য কারিগর হিসেবে কাজ করেছেন দ্য অপটিমিস্টসের চেয়ারম্যান মিনহাজ আহমেদ সাম্মু।

‘বিশ্বভরা প্রাণ’ শীর্ষক এই শারদ সংগীত সন্ধ্যার যন্ত্রশিল্পী উন্মেষ ব্যানার্জী সুরজিত চক্রবর্তী ছিলেন গানের পূর্নতা দিতে। মন্দিরায় ছিলেন শহীদ উদ্দীন। আর উপস্থাপনায় সাবিনা নীরু।

সংগীতানুষ্ঠানের শুরুতে অপটিমিস্ট’র একটি তথ্যচিত্র দেখানো হয়্।

অনুষ্ঠানের উপার্জিত অর্থ স্বেচ্ছাসেবি প্রতিষ্টান ‘দ্যা অপটিমিস্ট’ এর তহবিলে প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

অপটিমিস্টসের কর্মকর্তা ও জনপ্রিয় উপস্থাপিকা ফাতেমা সাহাব রুমা, শৈলী ইনক -এর প্রধান নির্বাহী মোকাররম হোসেন, এজাজ আলম, ডায়াসপোরা ইউএসএ’র প্রেসিডেন্ট ডা. প্রদাপ দাশ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!