দক্ষিণ আফ্রিকায় ফ্লাইট বন্ধ করল জার্মানি-ব্রিটেন-ইসরায়েল

করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিমান চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছে জার্মানি, ব্রিটেন ও ইসরায়েল।

২০ ডিসেম্বর (রোববার) জার্মানি, ব্রিটেন ও ইসরায়েল নিজেদের নাগরিকদের নিরাপত্তায় ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

তিন দেশের এই সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার বিমান এবং পর্যটন শিল্পের জন্য মারাত্মক অশনি সংকেত বলে অভিমত জানিয়েছেন দেশটির ফ্লায়ার ম্যাগাজিনের সম্পাদক গাই লেইচ।

Travelion – Mobile

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী ডা. জুয়েলি এমকিজেও কয়েকটি দেশের বিমান চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

অন্যদিকে পর্যটন এবং বিমান মন্ত্রণালয়ের আশংকা. করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমন মারাত্মক আকার ধারণ করলে দক্ষিণ আফ্রিকার অর্থনীতি আবার মুখ থুবড়ে পড়বে।

দেশটির কোয়াজুলু-নাটাল রিসার্চ ইনোভেশন প্লাটফর্মের পরিচালক অধ্যাপক টিলিও ডি অলিভিয়েরা বলেছেন, দক্ষিণ আফ্রিকাতে করোনার নতুন ঢেউয়ে ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়বে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!