ওমানে লকডাউনের পরিকল্পনা নেই, রোববার শুরু ভ্যাকসিন দেয়া

নতুন কোভিড -১৯ পরিস্থিতির প্রেক্ষিতে এক সপ্তাহের জন্য বিমানবন্দরসহ সীমান্ত বন্ধ করে দেওয়া হলেও ওমানে অভ্যন্তরীণ লকডাউনের কোনও পরিকল্পনা নেই।

সোমবার সন্ধ্যায় ওমান টিভির সাথে এক সাক্ষাত্কারে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. আহমেদ আল সাইদি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সুলতানাতের কোন অংশই বন্ধ করার কোন ইঙ্গিত বা দরকার এখন নেই এবং মহামারির বিষয়ে সব জায়গা নজরদারি রয়েছে এবং এবং যদি সুপ্রিম কমিটি সিদ্ধান্ত নেয় যে সুলতানাতে ভবিষ্যতে বন্ধ থাকবে, তবে তা সীমিত জায়গায় হবে।”
আগের খবর : ওমান গন্তব্যে বিমানের সব ফ্লাইট বাতিল

Travelion – Mobile

আগের খবর : ওমানে প্রবেশ-বাইরে এক সপ্তাহের নিষেধাজ্ঞা জারি

স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করেছেন, “এখন পর্যন্ত এমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি যে কোভিড -১৯ এর নতুন রূপ আগেরটির চেয়ে বেশি বিপজ্জনক,”

স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী রোববার (২৭ ডিসেম্বর) থেকে ওমান করোনা ভ্যাকিসন বা টিকা দেওয়া শুরু করা হবে বলে ।

মন্ত্রী জানান, ১৫ হাজার ৬০০ ডোজ বৃহস্পতিবার আসবে। প্রথম পর্যায়ে দূরারোগ্য বা দীর্ঘস্থায়ী রোগী এবং করোনা প্রতিরোধের ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেওয়া হবে”।

আগের খবর : ওমান গন্তব্যে বিমানের সব ফ্লাইট বাতিল

ওমানে স্থানীয় সময় আজ মধ্যরাত ১ টা থেকে আগামী এক সপ্তাহের জন্য বিমানবন্দর ও স্থলবন্দরসহ সকল বর্ডার বন্ধ এবং দেশটি প্রবেশে ও বাইরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। COVID-19 মহামারীর ফলে ঘটে যাওয়া নতুন পরিস্থিতি মোকাবেলা করার জন্য দেশটির সুপ্রিম কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!