জার্মানির বায়োনটেকের করোনা টিকা পেল ইইউর অনুমোদন

ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি বায়োনটেক-ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে ৷ এর ফলে মাসের শেষের দিক থেকেই করোনার টিকা দেয়া শুরু করতে পারবে ইউরোপের দেশগুলো ৷

ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ঢেউ বেশ বড় আকারেই ধাক্কা দিয়েছে৷ জার্মানিসহ বিভিন্ন দেশ আবারো লকডাউনের মতো সিদ্ধান্ত নিতেও বাধ্য হয়েছে ৷

ফলে দীর্ঘদিন ধরেই টিকার অনুমোদনের জন্য অপেক্ষা করছিল দেশগুলো ৷

Travelion – Mobile

জার্মানপ্রতিষ্ঠান বায়োনটেক টিকা উৎপাদন করলেও অনুমোদন না পাওয়ায় জার্মানিতেই এতদিন শুরু করা যায়নি টিকাদান৷

এদিকে জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান গতকাল বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষজ্ঞরা মনে করেন, যুক্তরাজ্যে শনাক্ত করোনার নতুন ধরনের বিরুদ্ধে বিদ্যমান টিকা কার্যকর।

ইইউ বিশেষজ্ঞদের বরাত দিয়ে মধ্যকার আলাপ-আলোচনার বরাত দিয়ে ইয়েন্স স্পান বলেন, তাঁরা এখন পর্যন্ত যা জানেন, সে অনুযায়ী বিদ্যমান টিকার ওপর করোনার নতুন ধরনের কোনো প্রভাব নেই, যার অর্থ করোনার নতুন ধরনের ক্ষেত্রেও বিদ্যমান টিকা কার্যকর।

এ প্রসঙ্গে জার্মানির স্বাস্থ্যমন্ত্রী বিশেষ করে ফাইজার-বায়োএনটেকের টিকার কথা উল্লেখ করছিলেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে ইতিমধ্যে এই টিকার প্রয়োগ শুরু হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!