চার্জার লাইটে ১৩০ টি স্বর্ণ বার, শাহ আমানতে বিমানযাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৩০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বিশেষ কৌশলে চার্জার লাইটের ভেতরে করে আনা এই স্বর্ণের বারের দাম প্রায় সাড়ে ৭ কোটি টাকা বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা। উদ্ধারের পর ঔ যাত্রী চট্টগ্রামের বাসিন্দা মো. জয়নালকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮টা ১০ মিনিটে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে মো. জয়নাল বিমানবন্দরে অবতরণ করেন বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার লাগেজ তল্লাশি করা হয়। লাগেজে চার্জার লাইটের ৬টি ব্যাটারির মধ্যে কৌশলে লুকিয়ে রাখা এসব স্বর্ণ জব্দ করা হয়।

Travelion – Mobile

বিমানবন্দরে দায়িত্বে থাকা চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. রিয়াদুল ইসলাম আকাশযাত্রাকে বলেন, ‘বেল্ট থেকে লাগেজ সংগ্রহের সময় সরকারী একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা জয়নালকে আটক করি। তার লাগেজ তল্লাশি করে ৬টি চার্জার লাইটের ভেতরে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।’

জয়নালকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!