চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশি সিগারেট ও সোনার বার উদ্ধার

,বিমানবন্দর,,সিগারেট,সোনা,

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে অবৈধ বিদেশি সিগারেট ও সোনার বার উদ্ধার করেছে চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা দল।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে আটটায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটের যাত্রী ছিলেন ওই দুজন। তাঁরা হচ্ছেন জিয়াউল হক ও মামুন।

দুই যাত্রীর মধ্যে এক যাত্রীর কাছ থেকে ২৯৫ কার্টন বিদেশি সিগারেট ও অন্য এক যাত্রীর শরীর তল্লাশি করে একটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেট ও স্বর্ণের বারের আনুমানিক মূল্য ১২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

Travelion – Mobile

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তার জানান, জিয়াউল হকের কাছ থেকে ২৯৫ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে, যার মূল্য প্রায় সাত লাখ ৩০ হাজার টাকা।

একই ফ্লাইটের অপর যাত্রী মামুনের কাছ থেকে ২৩৪ গ্রাম ওজনের (১০ ভরি) একটি সোনার বার উদ্ধার করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!