গ্রিসে ৮০ জনকে বাঁচিয়ে রাতারাতি ‘বীর’ এক ক্রেন অপারেট

গ্রিসে নৌকাডুবির ঘটনায় ৮০ জন অভিবাসীর জীবন বাঁচিয়ে রাতারাতি হিরো বনে যান ক্রেন অপারেটর মিচালিস প্রোটোপসাল্টিস। ‘বীর’ উপাধি অর্জন করা কিথেরা দ্বীপের এই অধিবাসী দেশটির প্রধানমন্ত্রীর কাছ থেকে অভিনন্দন কলও পেয়েছেন।

বুধবার (৫ অক্টোবর) গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিথিরার কাছে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা প্রবল ঢেউয়ের তোড়ে পাথুরে এলাকায় ধাক্কা খেয়ে ডুবে যায়।

প্রোটোপসাল্টিস তার সঙ্গীকে নিয়ে রাত ও তীব্র বাতাসের মধ্যে ক্রেন দিয়ে একের এক পর উদ্ধার করেন ৮০ অথিবাসীপ্রত্যাশীকে।

Travelion – Mobile

প্রোটোপসাল্টিস তার ক্রেন নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন এবং ক্রেনের হুকে লম্বা স্ট্র্যাসহ একটি বড় ব্যাগ বেঁধে পাথরের নিচে নামিয়ে দেন। নৌকাডুবির যাত্রীরা এক বা দুজন ব্যাগে চড়ার পর ক্রেন দিয়ে উপরে তুলে আনা হয় বাকিদের সহায়তায়।

আগের খবর : গ্রিস উপকূলে নৌকাডুবি, ১৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

এ ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার করা হয় এবং আরও নয়জন অভিবাসী এখনও নিখোঁজ রয়েছে। গ্রিক কর্তৃপক্ষের মতে, আগের রাতে তুর্কি উপকূল থেকে ইতালি যাওয়ার সময় জাহাজটিতে ৯০ জনেরও বেশি যাত্রী ছিলেন।

কাইথিরা উপকূলে উদ্ধারকর্মীরা আরেকটি নৌকাডুবির থেকে জীবিত যাওয়া একজনকে উদ্ধার করছেন । ছবি: ইপপোলিটোস প্রেকাস/এপি
কাইথিরা উপকূলে উদ্ধারকর্মীরা আরেকটি নৌকাডুবির থেকে জীবিত যাওয়া একজনকে উদ্ধার করছেন । ছবি: ইপপোলিটোস প্রেকাস/এপি

সে রাতের ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রোটোপসাল্টিস মিডিয়াকে বলেন,’অবিশ্বাস্য ছিল। অসংখ্য মানুষ পাথরের উপরে উঠে নিজেদের বাঁচাতে জলের সঙ্গে লড়াই করছিল। আমি এমন ব্যক্তিদের পর্যবেক্ষণ করেছি যারা পানিতে পড়েছিল’।

তিনি লক্ষ্য করেছিলেন, “মানুষ [তাদের] পা পিছলে সমুদ্রে পড়ে যাচ্ছে।”

আগের খবর : গ্রিসে বাংলাদেশি সনাতনী সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব

প্রোটোপসাল্টিস গ্রিস রাষ্ট্রীয় টেলিভিশন, ইআরটি-তে বলেন, “আমরা আশি জনকে বাঁচাতে পেরেছি, [কিন্তু] যদি আমরা একটু দেরি করতাম, তাহলে আরও অনেক মানুষ মারা যেত।”

অন্য অজ্ঞাত নায়কদের মতো প্রোটোপসাল্টিস, তিনি মিডিয়াতে নিজের জন্য মনোযোগ পেতে তার দাতব্য অঙ্গভঙ্গি ব্যবহার করার চেষ্টা করেননি।

রবিবার, তিনি প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের কাছ থেকে একটি অভিনন্দন কল পেয়েছেন।

মিটসোটাকিস তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, গ্রিকরা নির্মম মানব পাচার নেটওয়ার্কের দ্বারা ঝুঁকিতে থাকা মানুষের জীবন বাঁচাতে থাকবে।

আকাশযাত্রার ফেসবুক পেইজে যোগ দিতে চাইলে এখানে ক্লিক করার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!