ওমানে প্রবাসী-বিদেশি প্রবেশে নিষেধাজ্ঞাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা

করোনাভাইরাস প্রতিরোধে

ওমানে করোনাভাইরাস প্রতিরোধে প্রবাসী ও বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

রোববার( ১৫ মার্চ) করোনাভাইরাস কোভিড -১৯ এর বিস্তার মোকাবেলার জন্য গঠিত সুপ্রিম কমিটির জরুরী বৈঠকে এইসব সিদ্ধান্ত গ্রহণ ও ঘোষণা করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ হামুদ বিন ফয়সাল আল বুসাইদির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত করা হয়;

Travelion – Mobile

১. সকল স্থল সীমান্ত, বিমান এবং সমুদ্রবন্দর দিয়ে জিসিসির নাগরিক ছাড়া অ-ওমানিদের ওমান সুলতানাতে প্রবেশ বন্ধ করা হয়েছে।

২. সুলতানাতের স্থল সীমান্ত, বিমান এবং সমুদ্র বন্দর দিয়ে আগত ওমানিসহ সকলকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

৩. পাবলিক উদ্যান এবং পার্ক বন্ধ।

৪- জুমা (শুক্রবার) নামাজ স্থগিত ।

৫- বিবাহের মতো সমস্ত সামাজিক সমাবেশ নিষিদ্ধ।

এই সিদ্ধান্তগুলি মঙ্গলবার ১৭ মার্চ থেকে কার্যকর হবে। কমিটি সকলকে নিয়ন্ত্রণ ব্যবস্থা ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

এর আগে রবিবার (১৫ মার্চ) থেকে করোনাভাইরাস (COVID-19 ) প্রতিরোধে স্কুল, বিশ্ববিদ্যালয়সহ ওমানের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এক মাসের জন্য শিক্ষাদান স্থগিত করা হয়।

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের (এমওএইচ) দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী রবিবার ওমানের আরও দুইজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা মোট ২২ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৯ জন এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!