ওমানের বেকারত্বের হার আরও কমেছে

ওমানে বেকারত্বের হার ২০২১ সালের আগস্টে ৩.২% এর তুলনায় সেপ্টেম্বরে ২.৪%-এ নেমে এসেছে।

ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইনফরমেশনের (এনসিএসআই) জারি করা বিজ্হপ্তিতে এই তথ্য জানানো হয়েছে

সরকার গত মাসে সরকারি ও বেসরকারি খাতে চাকরির সুযোগ তৈরিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার পর বেকারত্বের হার কমেছে।

Travelion – Mobile

চলতি বছরের সেপ্টেম্বরে মহিলাদের মধ্যে চাকরি প্রার্থীদের হার ছিল ৭.৭%, যেখানে পুরুষদের মধ্যে ছিল ১.২%।

১৫ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে সর্বোচ্চ হার রেকর্ড করা হয়েছে ১৬.৮%, তারপরে ২৫ থেকে ২৯ বছর বয়সী গোষ্ঠীর জন্য ৫.১% এবং ৩০ থেকে ৩৪ বছর বয়সীদের জন্য ১.৭%।

শিক্ষাগত অবস্থা অনুসারে চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে, উচ্চতর ডিপ্লোমাধারীদের জন্য সর্বোচ্চ হার ছিল ৮.৫%।

ওমানের আরও খবর
ওমানে আগামী বছরের শুরুতে ফিরে আসছে ‘মাস্কাট ফেস্টিভ্যাল’
ওমানে ঘূর্ণিঝড়ে বিধবস্ত সড়ক ২ বছরের মধ্যে পুনরুদ্ধার হবে
ওমানে দশ মাসে ২৪৮ জন প্রবাসী পেয়েছেন নাগরিকত্ব
ওমানে বুস্টার ডোজ এবং শিশুদের টিকা অনুমোদন
ওমানের পরিবেশ-প্রকৃতিতে মুগ্ধ সিএনএন উপস্থাপিকা
ডিসেম্বরে মাস্কাটে শ্রীলঙ্কান ইয়োহানির লাইভ পারফর্ম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!