ওমানের ইন্ডিয়ান স্কুলে ৩২% ভর্তি কমেছে

ওমানের ইন্ডিয়ান স্কুলগুলিতে ভর্তির চাহিদা পাঁচ বছরের মধ্যে উল্লেখযোগ্য হারে নেমে এসেছে। গত বছরের তুলনায় চলতি বছরে ইন্ডিয়ান স্কুলে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ৩০ শতাংশেরও বেশি কমেছে।

স্থানীয় গণমাধ্যমের পর্যবেক্ষণ করা সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, এ বছরের শুরুতে, ওমানের ইন্ডিয়ান স্কুলগুলির পরিচালনা পর্ষদ (বিওডি) নতুন শিক্ষাবর্ষের জন্য ৭,৯৩৪ টি শূন্য পদের জন্য সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে ভর্তি কার্যক্রম চালু করেছিল কিন্তু দেশের বিভিন্ন স্কুলে ভর্তির জন্য কেবল ২,৫৩০টি আবেদন জমা পড়েছিল।

গত বছর ৫,৪১৫ টি শূন্যপদ ছিল, যেখানে মাত্র ৩,৭৪৪ জন শিক্ষার্থী আসন পূরণ করেছিল। গত বছরের তুলনায় চলতি বছর ভর্তিচ্ছু শিক্ষার্থী ১,২২৪ জন (৩২%) কম হয়েছে।

Travelion – Mobile

পরিসংখ্যান অনুসারে, ইন্ডিয়ান স্কুল বোর্ড ২০১৯ সালে ৪,৭৪৬, ২০১৮ সালে ৪,৪২২ এবং ২০১৭ সালে ৫,০৭৮ জন শিক্ষার্থীর আবেদন পেয়েছিল। আজ অবধি, ওমানের বিভিন্ন ভারতীয় স্কুলে রেকর্ড পরিমাণ ৪৩ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে।

কভিড-১৯ সংকটের কারণে, অনেক ভারতীয় পরিবারসহ দেশে ফিরে গেছে বা পরিবার বাড়িতে পাঠিয়েছে। জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্রের এক সমীক্ষায় দেখা গেছে, গত বছরের প্রথমবারে মতো ওমানে বসবাসরত ভারতীয়দের সংখ্যা পাঁচ লাখের নিচে নেমে এসেছিল।

“গত কয়েক বছরে ভর্তি ক্রমাগত হ্রাস পেয়েছে তবে মহামারীজনিত কারণে এবার এটি বেশি হয়েছে”, ভারতীয় স্কুলের একজন কর্মকর্তা জানিয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!