আন্তর্জাতিক সঙ্গীতশিল্পী নাহিদ নাজিয়া পেলেন স্বাধীনতা স্মৃতি পদক

সঙ্গীতে বিশেষ অবদানের জন্যে লন্ডনপ্রবাসী আন্তর্জাতিক সঙ্গীতশিল্পী ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা নাহিদ নাজিয়া পেয়েছেন স্বাধীনতা স্মৃতি পদক ২০২১। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তাকে সহ দশ জন গুণী ব্যক্তিকে এই পরুস্কার প্রদান করেন জাতীয় উত্তরণী সংসদ।

গত ২৭ মার্চ মুজিব জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ আবু তারিক। সিনিয়র সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক ভাষাসৈনিক মো: রফিকুজ্জামানের সভাপতিত্বে পরিচালনা করেন বাশিসাসাপ সভাপতি মো: গোলাম রাব্বানী খান। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়দার হামিদসহ অনেক গণ্যমান্য ব্যক্তিরাসম্মাননা প্রদানের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Travelion – Mobile

পুরস্কার প্রদান অনুষ্ঠানে সংসদের পক্ষ থেকে বলা হয়,‘নাহিদ নাজিয়া আন্তর্জাতিক সঙ্গীতশিল্পী ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা। আপনি আন্তরিকতার সাথে সঙ্গীতে বিশেষ অবদান রেখেছেন। নি:সন্দেহে আপনার এ অবদান কৃতিত্বপূর্ণ। আপনি দেশ ও জাতির গৌরব। এ অসামান্য কৃতিত্বের জন্যে আপনাকে এ সম্মাননা প্রদান করা হলো।’

পূর্ব-নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী অনলাইনে পুরস্কার গ্রহণ করার কথা থাকলেও ২৭ তারিখে দেশব্যাপী নেট-বিপর্যয়ের কারণে সেটা সম্ভব হয়নি। শিল্পীর পক্ষ থেকে প্রতিনিধির নেয়া ক্রেস্ট তাঁর কাছে পৌঁছে দেয়া হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!