৬ ‘জঙ্গিকে’ ধরিয়ে দিতে সহায়তা চেয়েছে এন্টি-টেরোরিজম ইউনিট

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের পলাতক ছয় ‘জঙ্গিকে’ ধরিয়ে দিতে সহায়তা চেয়েছে পুলিশের এন্টি-টেরোরিজম ইউনিট (এটিইউ)।

তারা হলেন-মো. আবু জায়িদ, মো. ইমাদুল আমিন, হাফিজ আল রাজি, আবদুর রহমান, মো. ফয়সাল ও শিবলী আহম্মেদ।

তারা সবাই হিযবুত তাহরীরের সদস্য বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহবান জানিয়েছে এটিইউ । যে ছয়জনের নাম ও ছবি প্রকাশ করা হয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানায় এটিইউ।

Travelion – Mobile

পলাতক এই ছয়জনকে ধরিয়ে দিতে সহায়তাকারীরা ‘ইনফরম এটিইউ’ মোবাইল অ্যাপ ব্যবহার করে নাম-পরিচয় গোপন রেখে তথ্য পাঠাতে পারবেন। সহায়তাকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে এটিইউ।

এতে আরও বলা হয়, ২০২০ সালে হিজবুতের বেশ কিছু সক্রিয় সদস্য অনলাইনে সমাবেশ করেন এবং রাষ্ট্রবিরোধী বক্তব্য দেন।

তাদের বিরুদ্ধে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!