স্পেন আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা!

মো. বোরহান উদ্দিনকে সভাপতি ও একেএম সেলিম রেজাকে সাধারণ সম্পাদক করে আওয়ামী লীগ স্পেন শাখার আরেকটি কমিটি ঘোষণা করা হয়েছে।

ত্যাগী নেতা কর্মীদের বাদ দেওয়া ও অবমূল্যায়ণের অভিযোগ তুলে আওয়ামী লীগ স্পেন শাখার সদ্য ঘোষিত কমিটিকে প্রত্যাখান করে তৃণমূলের নেতা-কর্মিরা এই কমিটি গঠন করেছে। ত্রি বার্ষিক সম্মেলনের ২ দিন পরই নতুন কমিটির ঘোষণা এলো।

বুধবার ২০ (নভেম্বর) রাজধানী মাদ্রিদে স্থানীয় একটি রেস্তোরাঁয় তৃণমূল আওয়ামী লীগ’র ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতাদের দাবি এবং মতামতের ভিত্তিতে নতুন এই কমিটির ঘোষণা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

Travelion – Mobile

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১০ জুলাই স্পেন আওয়ামী লীগ পুনর্গঠনের জন্য ২৬ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। কমিটির অধিকাংশ সদস্যদের নিয়ে সিদ্ধান্ত হয়েছিল, স্পেন এর সাবেক কমিটি ও বার্সেলোনা শাখার ১২২ জন সদস্যদের ডেলিগেট করে তৃণমূলের মতামতের ভিত্তিতে স্পেন আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে।

তৃণমূল আওয়ামী লীগ’র ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে
তৃণমূল আওয়ামী লীগ’র ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে

কিন্তু গত ১৮ নভেম্বর ত্রি বার্ষিক সম্মেলন আয়ােজন করলেও তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে কৌশলে ঐ দিন কমিটি ঘোষণা না করে পরের দিন ১৯ নভেম্বর কমিটি ঘোষণা দেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের দুই নেতা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্পেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বলেন, ‘গত ১৮ নভেম্বর অনুষ্ঠিত লোক দেখানো ত্রি বার্ষিক সম্মেলনে দলের প্রবীণ ও পরীক্ষিত ত্যাগী নেতা কর্মীদের সম্মেলন কক্ষে প্রবেশ করতে দেয়া হয়নি। এ কারণে সম্মেলনে থাকা দলের প্রতিষ্ঠাতা সভাপতি আক্তার হোসেন আতা সম্মেলন বর্জন করে চলে এসেছেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আক্তার হোসেন আতা, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, এ কে এম সেলিম রেজা, ফারুক আহমেদ মবিন, নূর মোহাম্মদ রিপন, রাসেল দেওয়ান, ইফতেখার আলম, আবুল বাশার, কে এম শফিকুন নূর, মাসুদ কামাল, কাওসার আহমদ প্রমূখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের দাবি এবং মতামতের ভিত্তিতে স্পেন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মো. বোরহান উদ্দিনকে সভাপতি ও একেএম সেলিম রেজাকে সাধারণ সম্পাদক করে আওয়ামী লীগ স্পেন শাখার আরেকটি কমিটি ঘোষণা দেওয়া হয়।

[প্রিয় পাঠক, আকাশযাত্রা প্রবাস বিভাগে আপনিও লিখতে পারেন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ কমিউনিটির নানান খবর, সংগঠনের খবর, ভ্রমণ, আড্ডা,আনন্দ-বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। লেখা ছবিসহ মেইল করুন [email protected] এই ঠিকানায়]

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!