শাহ আমানত বিমানবন্দরে ৪৮২ কার্টন বিদেশি সিগারেট জব্দ

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তৎপরতায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০ ঘন্টার ব্যবধানে ৪৮২ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার ও জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই টিম সংযুক্ত আরব আমিরাত থেকে আসা দুই প্রবাসী যাত্রীর হেফাজত এই সিগারেট আটক করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার (১ লা জানয়ারি) বিকেল পাঁচটা ৪০ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফ্লাইটের (বিজি-৪১৭) যাত্রী মো. রাশেদুল করিমের ব্যাগেজ থেকে ৩১৫ কার্টন সিগারেট উদ্ধার করে এনএসআই টিম। রাশেদুলর গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।

Travelion – Mobile

উদ্ধার করা সিগারেটের মধ্যে ইজি লাইট ব্রান্ডের ২৭১ কার্টন এবং থ্রি-জিরো-থ্রি (303) ব্রান্ডের ৪৪ কার্টন সিগারেট রয়েছে।

শারজাহ থেকে আসা যাত্রী রোকন উদ্দিনের ব্যাগেজ থেকে  ১৬৭ কার্টন সিগারেট জব্দ করা হয়
শারজাহ থেকে আসা যাত্রী রোকন উদ্দিনের ব্যাগেজ থেকে ১৬৭ কার্টন সিগারেট জব্দ করা হয়

এর ২০ ঘন্টা আগে মঙ্গলবারও (৩১ ডিসেম্বর) রাত ৯.৩০ মিনিটে আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি ৯-৫২৩ ফ্লাইটে যাত্রী রোকন উদ্দিনের ব্যাগেজ থেকে ইজি লাইট ব্রান্ডের ১৬৭ কার্টন সিগারেট জব্দ করে এনএসআই টিম। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

আটকের পর দুই চালানের সিগারেট কাস্টম আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর কাস্টমস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত: জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তৎপরতায় গত কয়েকমাসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ ও সিগারেটের অনেকগুলো চালান আটক হয়েছে।

আগের উদ্ধারের খবর:
শাহ আমানত বিমানবন্দরে ১৭৫ কার্টন সিগারেট জব্দ
শাহ আমানতে ১০৯৪ কার্টন সিগারেট ও ৪টি স্বর্ণের বার জব্দ
বিমানযাত্রী থেকে ১ হাজার ১১২ কার্টন সিগারেট উদ্ধার
স্বর্ণ চোরাচালানের বাহক এক দুবাইপ্রবাসী আটক বিমানবন্দরে
শাহ আমানত বিমানবন্দরে ১৩৬ কার্টন সিগারেট আটক
বিমানবন্দরে ২৯ যাত্রী থেকে বিদেশি সিগারেট জব্দ
শাহ আমানত বিমানবন্দরের টয়লেটে ৪ কোটি টাকার স্বর্ণ!

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!