শাহ আমানত বিমানবন্দরে ১৩৬ কার্টন সিগারেট আটক

সিগারেটের আরও একটি চালান আটক হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

সংযুক্ত আব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে ১৩৬ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে শারজাহ-চট্টগ্রাম-শারজাহ রুটে এয়ার এরাবিয়ার জি ৯-৫২৮ ফ্লাইটের মো. আবু আল হাসান নামের ওই যাত্রীর ব্যাগেজ থেকে সিগারেটগুলো উদ্ধার করে এনএসআই এর কর্মকর্তারা। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।

Travelion – Mobile

এনএসআই এর উপ পরিচালক মো. সৈকত আকাশযাত্রাকে জানান, গোপন তথ্যে সন্দেহজনক ওই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১৩৬ কার্টন ডানহিল ব্রান্ডের সিগারেট পাওয়া যায়।

আটক যাত্রী ও সিগারেট বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত ১১ অক্টোবর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার এরাবিয়ার এক যাত্রীর কাছ থেকে ২৯৫ কার্টন অবৈধ বিদেশি সিগারেট করেছিলে চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা দল।

তারও আগে ২৫ সেপ্টেম্বর দুবাই থেকে আসা বিমান বাংলাদেশে ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে যৌন উত্তেজক স্প্রে সুপারভিগারসহ ২৩০ কার্টন সিগারেটও উদ্ধার করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!