শাহ আমানত বিমানবন্দরে সিগারেট-মোবাইল সেট জব্দ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৮১ কার্টন সিগারেট, ৩টি মোবাইল সেট ও একটি আইপ্যাড জব্দ করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই টিম পণ্যগুলো জব্দ করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ফ্লাইটে আসা যাত্রী মো. কামাল উদ্দিনের লাগেজে ১৩২ কার্টন ইজি লাইট ও ৪৯ কার্টন ডানহিল ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। এ ছাড়া ৩টি মোবাইল ও একটি আইপ্যাডও পাওয়া যায় তার কাছে। প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ২ হাজার টাকা।

Travelion – Mobile

কামালউদ্দিনের বাড়ি রাউজান উপজেলায়। আটক পণ্যসামগ্রী কাস্টম আইন অনুযায়ী বিমানবন্দর কাস্টমস্ এর কাছে হস্তান্তর করেছে এনএসআই টিম।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!