শাহজালাল বিমানবন্দরে পিস্তল-গুলিসহ যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতালির তৈরি একটি পিস্তল ও ১০০ রাউন্ড গুলিসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। শনিবার (৯ নভেম্বর) ভোরে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে ঢাকায় আসা যাত্রী হাসান আলীর কাছ থেকে এসব উদ্ধার করা হয়েছে।

কাস্টমস সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে গ্রীন চ্যানেলে নজরদারি করে।

ভোর সাড়ে ৫টার দিকে ইস্তাম্বুল থেকে আসা তার্কিস এয়ারলাইন্সে ফ্লাইটে (ফ্লাইট নং-TK712) আসেন হাসান আলী। তাকে চ্যালেঞ্জ ও তল্লাশি করে তার লাগেজ থেকে একটি পিস্তল ও ১০০টি গুলি পাওয়া যায়।

উদ্ধার করা পিস্তল ও গুলি
উদ্ধার করা পিস্তল ও গুলি

তিনি জানান, পিস্তল, গুলিসহ আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!