চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা

ঘূর্ণিঝড় ‘বুলবুল’

আজ বিকেল ৪ টা পর্যন্ত ১৭ ফ্লাইট উড্ডয়ণ ও অবতরণ করবে। বিকেল ৪ টা থেকে আগামীকাল ভোর ৬ টা পর্যন্ত ১৩ টি ফ্লাইট স্থগিত থাকবে।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে ৯ নং মহাবিপদ সংকেতের প্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আজ শনিবার বিকেল ৪ টা থেকে আগামীকাল রোববার ভোর ৬ টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় উড়োজাহাজ ওঠানামাসহ বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারোয়ার ই জামান আকাশযাত্রাকে এই তথ্য জানিয়েছেন।

আজ বিকেল ৪ টা পর্যন্ত ১৭ ফ্লাইট উড্ডয়ণ ও অবতরণ করবে। বিকেল ৪ টা থেকে আগামীকাল ভোর ৬ টা পর্যন্ত ১৩ টি ফ্লাইট স্থগিত থাকবে বলে বিমানবন্দর ব্যবস্থাপক জানিয়েছেন।

Travelion – Mobile

তিনি বলেন, আবহাওয়া অধিদপ্তর থেকে চট্টগ্রামের জন্য ৯ সং বিপদ সংকেত জারির পরপরই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বিমানবন্দরের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।’

এ ছাড়া সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বিমানবন্দরের রানওয়ে ও খোলা জায়গায় থাকা যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হয়েছে।

বাইর থেকে ছেড়ে আসা উড়োজাহাজগুলোকে বিকল্প ব্যবস্থা হিসেবে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে রুট পরিবর্তন করে দেওয়া হবে বলে তিনি আরও জানান।

এই বিমানবন্দরে চলাচলকারী সকল বিমানসংস্থার আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। বিমানবন্দরে থাকা ইয়াংওয়াং এভিয়েশনের ৩ টি ছোট উড়োজাহাজ ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

বিস্তারিত আসছে…..

আগের খবর
‘বুলবুল’ মোকাবেলায় সর্তক ও প্রস্তুত দেশের সব বিমানবন্দর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!