লেবাননে হৃদরোগে মারা গেলেন প্রবাসী কাউসার

লেবাননের হৃদরোগে আক্রান্ত হয়ে কাউসার ভূঁইয়া (৪৫) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৯ টায় এন্তালিয়াস এলাকায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

জানা যায়, কাউসার ভূঁইয়া দীর্ঘ ৭ বছর আগে লেবাননে আসেন। তিনি একটি রেস্টুরেন্টে কাজ করতেন। বৃহষ্পতিবার কর্মরত অবস্থায় বুকে ব্যাথা শুরু হলে তাঁর মালিক দ্রুত স্থানীয় চারাহাল হাপাতালে নিয়ে যায়। কিছুক্ষন পরেই হাসপাতালের চিকিঃসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন। মরদেহ হাসপাতালের হিমঘরে আছে।

কাউসার ভূঁইয়ার বাড়ি বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার গুলখার গ্রামে।বাবার মরহুম জমশু ভূঁইয়া। দেশে পরিবারে তাঁর স্ত্রী সহ ৫ জন সন্তান রয়েছে।

Travelion – Mobile

এদিকে তাঁর মৃত্যু সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে আসে। মরদেহ দেশে দ্রুত পাঠানোর ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বৈরুত দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁর পরিবারসহ স্থানীয় সহকর্মীরা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!