লেবাননে লকডাউন ১০ মে পর্যন্ত বাড়ছে

লেবাননে চলমান লকডাউনের মেয়াদ আগামী ১০ মে পর্যন্ত আরও দুই সপ্তাহ বাড়ানোর হবে। শাটডাউন ব্যবস্থা সহজ করার জন্য প্রস্তাবগুলি বিবেচনা করার ভিত্তিতে দেশটির মন্ত্রীসভা এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে বুধবার একটি সরকারি সূত্র ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় বাবদা প্রাসাদে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে করোনাভাইরাস বিস্তার রোধে উচ্চ প্রতিরক্ষা কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

“উচ্চতর প্রতিরক্ষা কাউন্সিল লকডাউনের মেয়াদ আরও দুই সপ্তাহের বাড়ানোর প্রস্তাবের দিকে যাচ্ছে, যা ২৬ ই এপ্রিল শেষ হবার কথা ছিল। প্রতিরক্ষা কাউন্সিলের সভা শেষে আগামী ১০ মে পর্যন্ত দুই সপ্তাহ মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদনের বৈঠকে বসবে মন্ত্রিসভা, সরকারী সূত্রটি ডেইলি স্টারকে জানিয়েছে।

Travelion – Mobile

এছাড়াও, প্রতিরক্ষা কাউন্সিলের সুপারিশে মন্ত্রিসভা কয়েকটি গুরুত্বপূর্ণ সেক্টরে শাটডাউন ব্যবস্থা সহজ করার লক্ষ্যে প্রস্তাবনাগুলি নিয়ে আলোচনা করবে, সূত্রটি জানিয়েছে।

লেবাননে এ নিয়ে তৃতীয়বারের মতো লকডাউনের মেয়াদের বাড়ানো হচ্ছে। যা করোনাভাইরাস বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশটিতে ১৫ মার্চ থেকে শুরু হয়েছিল ।

লেবাননে ২১ ফেব্রুয়ারি প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়। এরপর এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৮২ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে ২২ জন মারা গেছে।

আমি বাড়ি আছি, তুমি বাড়ি থেকাে : চিরকুট

আমি বাড়ি আছি, তুমি বাড়ি থেকােজয় আসবে আমাদের, বিশ্বাস বুকে রেখোইউএনডিপির প্রযোজনায় চিরকুটের করোনা সচেতনতা সংগীত

Posted by AkashJatra on Monday, April 6, 2020

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!