লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগের ঘোষণা

রাষ্ট্রপতি মিশেল আউন পদত্যাগপত্র গ্রহন করেছেন

সরকারবিরোধী বিক্ষোভের ১৩ তম দিনের মঙ্গলবার বিকেলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। লেবাননের শীর্ষ দৈনিক ডেইলি স্টারের অনলাইনের এ খবর দিয়েছে।

হরিরির পদত্যাগের অর্থ হ’ল পুরো মন্ত্রিসভা পদত্যাগ করেছে বলে মনে করা হচ্ছে, সূচনা হল একটি নতুন সরকার গঠন প্রক্রিয়া।

শেষ খবরে জানা যায়, রাষ্ট্রপতি মিশেল আউন প্রধানমন্ত্রী সাদ হরিরির পদত্যাগপত্র গ্রহন করেছেন।
শেষ খবরে জানা যায়, রাষ্ট্রপতি মিশেল আউন প্রধানমন্ত্রী সাদ হরিরির পদত্যাগপত্র গ্রহন করেছেন।

হরিরি তার ডাউনটাউন বাসভবন থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেন, “লেবাননের রাস্তায় নেমে আসা জনগণের প্রতিক্রিয়ার জবাবে আমি এই সরকারের পদত্যাগ জমা দিতে বাবদা প্রাসাদে (রাষ্ট্রপতি ভবন) যাচ্ছি।”

“রাজনৈতিক ক্ষেত্রের সমস্ত অংশীদারদের কাছে, আজ আমাদের দায়িত্ব কীভাবে লেবাননকে রক্ষা করা এবং অর্থনীতির উন্নতি করা যায়। এমন একটি ভালর সুযোগ রয়েছে যা হারা উচিত নয় এবং আমি রাষ্ট্রপতি এবং লেবাননের সকলের পদত্যাগের পদত্যাগ রেখেছি।”

Travelion – Mobile

সাদ হারিরি বলেন ‘গ্রহণের জন্য আমি আমার পদত্যাগ রাখছি মহামান্য রাষ্ট্রপতির এবং লেবাননের সকল জনগণের কাছে।’

‘পদমর্যাদা আসে এবং যায়। কিন্তু দেশের মর্যাদা ও সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের চেয়ে বড় কেউ নেই’, ”হরিরি বলেছিলেন।

শেষ খবরে জানা যায়, রাষ্ট্রপতি মিশেল আউন প্রধানমন্ত্রী সাদ হরিরির পদত্যাগপত্র গ্রহন করেছেন।

বিস্তারিত আসছে।

[প্রিয় পাঠক, আকাশযাত্রা প্রবাস বিভাগে আপনিও লিখতে পারেন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ কমিউনিটির নানান খবর, সংগঠনের খবর, ভ্রমণ, আড্ডা,আনন্দ-বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি, দেশের স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। লেখা ছবিসহ মেইল করুন [email protected] এই ঠিকানায়]

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!