রোমে টাঙ্গাইল জেলা সমিতির বনভোজন

ইতালির রাজধানী রোমের ঐতিহ্যবাহী সংগঠন টাঙ্গাইল জেলা সমিতি- ইতালির উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রোম থেকে প্রায় ২০০ কিমি দূরে ঐতিহ্যবাহী পর্বত মালা- গ্রানসাস্সোর পাদদেশে অবস্থিত ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার মিটার উচ্চতায় “কামপো ইমপারাতোরে” এর আয়োজন করা হয়।

সমিতির প্রধান উপদেষ্টা জামিলুর রহমান মিরনের সার্বিক তত্বাবধানে সংগঠনের সভাপতি মো: ইসমাইল খান ও সাধারন সম্পাদক মজিবর রহমান মুজিবের নেতৃত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সমিতি-ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি, কামাল খান (নজরুল)। উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মাসুদুর রহমান সিদ্দিকী, জাহিদ হোসেন করিম।

রোমে টাঙ্গাইল জেলা সমিতির বার্ষিক বনভোজনে অংশগ্রহনকারী প্রবাসীরা
রোমে টাঙ্গাইল জেলা সমিতির বার্ষিক বনভোজনে অংশগ্রহনকারী প্রবাসীরা

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এম কে রহমান লিটন, সহ-সভাপতি -বিল্লাল হোসেন কালাম, আবু হানিফ আজাদ, মো: ইব্রাহীম হোসেন, আসিব আকন্দ, মো: বজলু মিয়া, কাজী শফিকুল ইসলাম, মামুন হুদা। সিনিয়র যুগ্ম সম্পাদক – তারেক কিবরিয়া সজিব যুগ্ম সম্পাদক রেজাউল করিম রিপন, রাজিব রহমান, মো. ইস্রাফিল, জয়নাল আবেদীন। সাংগঠনিক সম্পাদক আবু সালেক মিয়া, মো: বিপ্লব হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, কোষাধক্ষ মো: সোহেল মিয়া, যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক সিক্দার রুহেল ক্রীড়া সম্পাদক শাহরিয়ার হাসান লিপন সম্মনিত সদস্য মুরাদ মুসা, আবু বকর সিদ্দীক, বাবুল আহমেদ, দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেলে নারীদের বালিশ খেলা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে লাকি কুপন ড্র-এর আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

[প্রিয় পাঠক, আকাশযাত্রা প্রবাস বিভাগে আপনিও লিখতে পারেন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ কমিউনিটির নানান খবর, সংগঠনের খবর, ভ্রমণ, আড্ডা,আনন্দ-বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি, দেশের স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। লেখা ছবিসহ মেইল করুন [email protected] এই ঠিকানায়।]

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!