যুক্তরাজ্যে জুয়েটস ক্লাবের ঈদ পুনর্মিলনী

যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি গ্র্যাজুয়েটদের সংগঠন ‘গ্র্যাজুয়েটস ক্লাব ইউকে’ ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। ২২ আগস্ট পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক-সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

ক্লাবের সভাপতি অধ্যাপক আবুল হাসেমের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিকুর রহমান বিপ্লবী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা আলহাজ শামসুদ্দীন খান।

Travelion – Mobile

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক, সহসভাপতি আলহাজ জালাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা আ স ম মিসবাহ, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের সভাপতি হুসনারা মতিন।

অনুষ্ঠানে গ্র্যাজুয়েটস ক্লাব ইউকের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ড. বি এম রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (দুদু), দপ্তর সম্পাদক হাসিব আহমেদ চৌধুরী, গণমাধ্যম ও প্রচার সম্পাদক ফিরোজ আহম্মেদ (বিপুল); আইন ও অভিবাসন সম্পাদক তৌহিদুল ইসলাম বাহার, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক কামরুন্নাহার শাহজাহান, কমিটির কার্যনির্বাহী সদস্য, কেএম জামান, আবু সুফিয়ান, হেফাজুল করিম রাকিব ও অ্যাডভোকেট জানে আলম।

আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ড. এম মাহমুদ, সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের চেয়ারম্যান ডা. ফয়জুল ইসলাম ফজলু, ঢাকা মেডিকেল কলেজের সাবেক সাধারণ সম্পাদক ডা. জাহিদুল হাসান, জাতীয় চার নেতা পরিষদের সভাপতি অ্যাডভোকেট শাহ ফারুক আহমেদ, টাওয়ার হেমলেটসের সাবেক কাউন্সিলর সেলিমুল্লাহ, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ খান, যুগ্ম সম্পাদক জামাল খান, মোহাম্মদ আয়াছ, মহানগর যুবলীগের প্রেসিডেন্ট ফয়সল সুমন, খালেদ আহমেদ জয়, দুলাল, লন্ডন মহানগর আওয়ামী লীগের আবদুল হেলাল চৌধুরী সেলিম, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক সভাপতি সৈয়দ আহমেদ সাদ, মোহাম্মদ জহিরুল ইসলাম, আবদুল জালিল চৌধুরী, শিউলি সরকার, আলিম উদ্দিন ফয়সল, কাজী মাসুম, কবি নজরুল ইসলাম, আনোয়ার খান, মো. শহীদ, ফকরুল কামাল জুয়েল, সারোয়ার কবির, ওয়াহিদ মহম্মদ, খোকন হায়দার, আহবাব মিয়া, কামাল, ওহিদুল আলম, পঙ্খী খান প্রমুখ।

গ্র্যাজুয়েটস ক্লাব ইউকের সভাপতি অধ্যাপক আবুল হাসেম বলেন, ত্যাগের মহিমা নিয়ে আমরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছি। এই মাস শোকের মাস, তাই ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যারা শহীদ হয়েছেন এবং ২১ আগস্টের গ্রেনেড হামলায় যারা নিহত হয়েছেন তাদের উদ্দেশ্যেই আমাদের আজকের দোয়া মাহফিলের আয়োজন। মিলাদ শেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!