রেমিট্যান্সে ২% প্রণোদনা অব্যাহত থাকবে

করোনাভাইরাসের মহামারীর মধ্যেও রেমিট্যান্স না কমায় ২ শতাংশ হারে প্রণোদনাকেও কারণ হিসেবে দেখছিল সরকার।

এজন্য এ খাতে প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

গতকাল বৃহস্পতিবার ২০২০-২১ অর্থবছরের জন্য বাজেট উপস্থাপনের সময় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী। বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে প্রবাসীরা ১০০ টাকা দেশে পাঠালে তার সঙ্গে আরও ২ টাকা যোগ হয়ে মোট ১০২ টাকা পেয়েছেন। আগামী অর্থবছরেও এ ধারা অব্যাহত থাকবে।

Travelion – Mobile

প্রসঙ্গত বর্তমানে বিশ্বের ১৭৪টি দেশে ১ কোটি ২০ লাখ অভিবাসী কর্মরত রয়েছে। এ অভিবাসীদের পাঠানো অর্থ বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যম।

চলতি অর্থবছরের ১১ মাসে আগের অর্থবছরের ১২ মাসের সমান রেমিট্যান্স এসেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!