যুদ্ধবিরতির ঘোষণা দিল ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে টানা ১১ দিনব্যাপী হামলার পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়।

বার্তা সংস্থা এপি জানায়, ইসরায়েলের সিকিউরিটি ক্যাবিনেট এককভাবে মিশরীয় মধ্যস্থতা প্রস্তাব অনুমোদন করেছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত হামাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইসরায়েলের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে এপি জানায়, ইসরায়েলি মন্ত্রিসভার এ সিদ্ধান্তের তিন ঘণ্টা পর অর্থাৎ স্থানীয় সময় দুপুর ২টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানানো হয়েছে।

Travelion – Mobile

বিবৃতিতে বলা হয়, ‘বাস্তবতা বিচার করে যুদ্ধবিরতি প্রস্তাবনার বিষয়ে জোর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন ইসরায়েলের রাজনৈতিক নেতারা।’

এপি জানায়, গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন বন্ধে যুক্তরাষ্ট্রের কঠিন চাপ প্রয়োগের পর এমন সিদ্ধান্ত এলো।

ইসরায়েলের দাবি, গত ১০ মে থেকে তারা গাজায় হামাসের বিভিন্ন স্থাপনা ও ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক টার্গেট করে শত শত বিমান হামলা চালায়। গাজা উপত্যকা থেকেও ইসরায়েলের আবাসিক এলাকার উদ্দেশে প্রায় চার হাজারের মতো রকেট ছোড়া হয়েছে, যেগুলোর বেশিরভাগই আঘাত হানতে ব্যর্থ অথবা আগেই ঠেকিয়ে দেওয়া হয়েছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ইসরায়েলি বিমান হামলায় বহু শিশু, নারীসহ কমপক্ষে ২৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে, ইসরায়েলে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!