যুক্তরাষ্ট্রের দিনাজপুর জেলা সমিতির নতুন কমিটি

সভাপতি মোশাররফ, সম্পাদক রশিদ

যুক্তরাষ্ট্রস্থ দিনাজপুর জেলা সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। দু’বছর মেয়াদী কমিটিতে মোশাররফ হোসেন সভাপতি এবং অ্যাডভোকেট আব্দুর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত শনিবার নিউইয়র্কের জ্যামাইকায় সংগঠনের উপদেষ্টা পরিষদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের এক সভায় নতুন কমিটি গঠন করা হয়।

সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত সভায় দিনাজপুর জেলা সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য ছাড়াও নির্বাহী পরিষদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন কমিটির সদস্যরা
নতুন কমিটির সদস্যরা

সংগঠনের ২৯টি পদে নির্বাহী পরিষদের সকলের নাম ও পদবী এখনো চূড়ান্ত হয়নি।

Travelion – Mobile

নতুন কমিটিতে বাকি যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন-কোষাধ্যক্ষ এফ আলম নিউমুন, সাংগঠনিক সম্পাদক তারেক জাহেরী।

নির্বাহী সদস্যরা হলেন- ফতেনুর আলম বাবু, জাবেদ চৌধুরী ভুট্টু, বিপুল সরকার, শামীম সরকার, ডা. নার্গিস রহমান, মো. শফিউল্লা, তরিকুল ইসলাম, লুৎফর রহমান, শহিদুজ্জামান চৌধুরী লাবলু, মো. গোলাম কিবরিয়া, রেজাউল করিম বাপ্পী, হায়দার আলী সরকার ও আমিনুর রহমান ঈশান ।

যুক্তরাষ্ট্ প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

অনুভূতি জানাতে গিয়ে নতুন নির্বাচিত সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ বলেন, ‘দিনাজপুরের মানুষ আসলেই যে শান্তিপ্রিয় সেটা প্রবাসেও আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি’।

তারা আরও বলেন,’এ সংগঠনটিকে আমরা প্রবাসের সেরা সংগঠনে পরিণত করতে চাই। এজন্য প্রবাসী সকল দিনাজপুরবাসীর ঐকান্তিক প্রচেষ্টা প্রয়োজন। আশা করি সকলেই এগিয়ে আসবেনৎ।

আরও পড়তে পারেন :
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মাননা
নিউইয়র্ক মাতলো লালন উৎসবে
যুক্তরাষ্ট্রে উদীচীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
যুক্তরাষ্ট্রে ‘জাসদের সুবর্ণজয়ন্তী’ উদযাপন
মিশিগানে ভায়োলেটসের ২য় বর্ষপূর্তি উদযাপন

সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নতুন কমিটির নির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন সংহঠনের সাবেক প্রধান উপদেষ্টা ড. রুহুল কুদ্দুস, সাবেক সভাপতি আব্দুর রশিদ (ফার্মাসিস্ট), সৈয়দ শামসুজ্জোহা, মোহা. মিঠুন, সাবেক সভাপতি আনোয়ার সুবহানী, শাহ বখতিয়ার, সাবেক সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী ভুট্টু, তারেক জাহেরী ও খোকন ।

করোনা মহামারির কারণে প্রায় ২ বছর আগে দিনাজপুর জেলা সমিতির নির্বাচন স্থগিত করা হয়েছিল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!