যুক্তরাষ্ট্রে ‘জাসদের সুবর্ণজয়ন্তী’ উদযাপন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে দলটির যুক্তরাষ্ট্র শাখা।

মঙ্গলবার (১ নভেম্বর) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের প্লাজা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন নেতারা।।

যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।

Travelion – Mobile

যুক্তরাষ্ট্র প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, যুক্তরাষ্ট্র জাসদের সাবেক সভাপতি আব্দুল মোসাব্বির, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড ইনকের কমান্ডার আব্দুল মুকিত চৌধুরী, মো. আজাদ উদ্দিন, সামছুদ্দিন আজাদ ও আবু তালেব চৌধুরী চান্দু।

আরও পড়তে পারেন :
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মাননা
নিউইয়র্ক মাতলো লালন উৎসবে
মিশিগানে ভায়োলেটসের ২য় বর্ষপূর্তি উদযাপন
মিশিগানে ডেমোক্র্যাটদের বিজয়ে আশাবাদী বিএডিসি

বক্তব্য দেন ফখরুল আলম, আবুল ফজল লিটন, শাহ মহিউদ্দিন সবুজ, শাহান খান, মো. শহিদুল ইসলাম, শাহীন আজমল, হাজী এনাম, খান শওকত, শেখ আতিকুল ইসলাম, মনসুর আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন ও জাকির হোসেন বাচ্চু।

বক্তারা বলেন, জাসদের ৫০ বছর গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে কেটেছে। বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায়, সমাজতন্ত্রের পথে এগিয়ে নিতে জঙ্গিবাদ, দুর্নীতি ও বৈষম্য অবসানে জাসদের সংগ্রাম চলমান।

যুক্তরাষ্ট্র প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

তারা আরও বলেন,’অসাম্প্রদায়িক রাজনীতি, দারিদ্রমুক্ত সমাজ প্রতিষ্ঠা, গণতন্ত্র কায়েম ও বৈষম্য দূর করার সংগ্রামে জাসদের রয়েছে অগ্রণী ভূমিকা। বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে দুর্নীতি-লুটপাট-বৈষম্যের অবসান ঘটিয়ে সুশাসন নিশ্চিত করতে হবে’।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!