যুক্তরাজ্যে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নতুন কমিটি

সভাপতি শ্রাবণ, সাধারণ সম্পাদক ফারাহ

‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ যুক্তরাজ্য শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কাজী ওমর ফেরদৌস শ্রাবণকে সভাপতি ও কানিজ ফারাহ আহমেদকে সাধারণ সম্পাদক করে ঘোষণা করা হয়েছে নতুন এই কমিটি।

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’। প্রতিষ্ঠার পর দেশের বাইরে সংগঠনের এটিই প্রথম কমিটি।

সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. নাজিম ও সাধারণ সম্পাদক নোমান হোসাইন তালুকদার স্বাক্ষরিত এ কমিটির মেয়াদ আগামী এক বছর।

Travelion – Mobile

নতুন কমিটিতে পদ পাওয়া অন্য নেতারা হলেন- সহ সভাপতি রোকন উদ্দীন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ মোস্তফা সফল ও রাতুল রহমান, সাংগঠনিক সম্পাদক প্রিন্স খন্দকার ও আদিব হাসান এবং প্রচার সম্পাদক রাফাত ইবনে আলম।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রে জানাতে বলা হয়েছে।

[প্রিয় পাঠক, আকাশযাত্রা প্রবাস বিভাগে আপনিও লিখতে পারেন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ কমিউনিটির নানান খবর, সংগঠনের খবর, ভ্রমণ, আড্ডা,আনন্দ-বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি, দেশের স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। লেখা ছবিসহ মেইল করুন [email protected] এই ঠিকানায়]

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!