মিশরে গির্জায় আগুনে নিহত অন্তত ৪১

মিসরের কায়রোর কাছে একটি গির্জায় আগুনে অন্তত ৪১ জন নিহত হয়েছে। এতে আরো অন্তত ১৪ জন আহত হয়েছে। রোববার গিজা শহরে এ দুর্ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

আহত ব্যক্তিদের অ্যাম্বুুল্যান্সে করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। আগুন নেভাতে ১৫টি দমকলের গাড়ি কাজ করে।

২টি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ইমবাবা এলাকার আবু সিফিন গির্জায় ৫ হাজার মানুষ জড়ো হন। তখন সেখানে বৈদ্যুতিক আগুন ছড়িয়ে পড়ে। ফলে গির্জার একটি প্রবেশপথ বন্ধ হয়ে যায় এবং পদদলিত হয়ে অনেকের মৃত্যু হয়। নিহতদের বেশিরভাগ শিশু।

Travelion – Mobile

গির্জার উপাসক ইয়াসির মুনির বলেন, তৃতীয় ও চতুর্থ তলায় মানুষ জড়ো হচ্ছিল এবং আমরা দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখি। তখন মানুষ সিঁড়ি দিয়ে নামতে ছুটে আসে এবং ধাক্কাধাক্কিতে অনেকে পড়ে যায়।

তিনি আরও বলেন, তারপর জানালা দিয়ে একটি আগুনের স্ফুলিঙ্গ বের হতে দেখি। আমি এবং আমার মেয়ে নিচতলায় ছিলাম। এজন্য আমরা নিরাপদে বের হতে পেরেছি।

মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর গিজা নীল নদের তীরে অবস্থিত।

এ ঘটনার পর মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি টুইট করেন, আমি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

প্রেসিডেন্টের কার্যালয় জানায়, এ ঘটনায় প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি কপটিক খ্রিস্টান সম্প্রদায়ের পোপ দ্বিতীয় তাওয়াদ্রোসকে ফোনে সমবেদনা জানিয়েছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!